সবাইকে চমকে দিলো পাকিস্তানের বিশ্বকাপ জার্সি
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ মে ২০১৯, ২০:২০, আপডেট: ২১ মে ২০১৯, ২০:২৫
চমক দিয়ে বিশ্বকাপ জার্সি উন্মোচন করল পাকিস্তান। মঙ্গলবার নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে জার্সি ও ক্যাপের ছবি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বরাবরের মতোই এবারো পাকিস্তানের বিশ্বকাপ জার্সির রং সবুজ। গাড়ো সবুজ ও হালকা সবুজ দুই রঙে তৈরি হয়েছে দলটির জার্সি। বুকের অংশে সবুজের সের। ক্যাপও করা হয়েছে জার্সির রঙ্গের আদলে।
টুইটারে জার্সি উন্মোচন উপলক্ষে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছে পিসিবি। একটি পোস্টে যেমন আছে ড্রেসিং রুমে সবার জন্য সাজানো জার্সি ও ক্যাপ। ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তান দল টিম বাসে করে স্টেডিয়ামের ড্রেসিং রুমে ঢুকছেন। এরপর সরফরাজ আহমেদ, ইমাম-উল-হক খুঁজে নিচ্ছেন নিজেদের জার্সি।
অন্য একটি ভিডিওতে ড্রেসিং রুমে জার্সি পরে মাঠে নামতে দেখা যায় পাকিস্তান দলকে। এরপর সবাই পোজ দেন ছবির জন্য।
৩০ মে শুরু হচ্ছে বিশ্বকাপরে আসর। পাকিস্তানের মিশন শুরু হবে পরদিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে দেশটি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা