সেই মাঠেই আবার ম্যাচ সেরা মোস্তাফিজ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ মে ২০১৯, ১০:২৫
সর্বশেষ ম্যান অব দ্য ম্যাচ কোথায় হয়েছিলেন সংবাদ সম্মেলনে সেটি মনে করতে অনেক বেগ পেতে হলো মোস্তাফিজকে। একটু ভাবার পর মনে করতে পারলেন। বললেন ‘এই মাঠেই মনে হয়.... সেটি আয়ারল্যান্ডের বিপক্ষে।’
সেটি ২০১৭ সালের মে মাসের ঘটনা। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে এবারের মতোই একটি ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টেই মালাহাইডে আইরিশেদর বিপক্ষে ২৩ রানে ৪ উইকেট নিয়ে মুস্তাফিজ পেয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কার। আবার সেই মাঠেই ম্যাচ সেরার পুরস্কার উঠলো তার হাতে। এবারও সেই চার উইকেট, বিনিময়ে খরচ করেছেন ৪৩ রান।
সাধারণ পরিসংখ্যান নিয়ে খুব একটা চিন্তা করতে দেখা যায় না কাটার মাস্টারকে। তার যত মনোযোগ ম্যাচে। দুই বছর আগের সেই ম্যাচের পর থেকে যে ফর্মের বাইরে ছিলেন এমনটা নয়। সেই ম্যাচের পর থেকে এই ম্যাচের আগ পর্যন্ত বাংলোদেশের সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই। ৪১ উইকেট নিয়েছেন ২৮ ম্যাচে। তবে ম্যান অব দা ম্যাচ হতে পারেননি। গত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো পারফরম্যান্সে ৪ উইকেট নিয়েছিলেন, কিন্তু দারুণ ইনিংসে সেদিনের সেরা ছিলেন মুশফিকুর রহিম।
ম্যাচ সেরা হওয়ার পর মোস্তাফিজ বলেন, ‘অবশ্যই ভালো লাগছে, অনেক দিন পর ম্যাচ সেরা হলাম। প্রথম উইকেট পাওয়ার পর আত্মবিশ্বাস পেয়ে গিয়েছিলাম। আর স্লগ ওভারে তো বল করতে করতে অভ্যস্ত হয়ে গেছি এখন।’
এরপর হাসিমুখে বললেন পরের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটা এত দেরিতে পেতে চান না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা