২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ওপেনিং জুটিতে ৩৬৫! আয়ারল্যান্ডকে নিয়ে ছিনিমিনি উইন্ডিজের

ওপেনিং জুটিতে ৩৬৫! আয়ারল্যান্ডকে নিয়ে ছিনিমিনি উইন্ডিজের - ছবি : ইএসপিএনক্রিকইনফো

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে আয়ারল্যান্ডকে ১৯৬ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের ৩৮২ রানের বিশাল টার্গেটের জবাবে ৩৪.৪ ওভারে মাত্র ১৮৫ রানে গুটিয়ে গেল প্রতিপক্ষ।

রোববার টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা করেন উইন্ডিজের ওপেনার জন ক্যাম্পবেল এবং শাই হোপ। ওডিআই ক্রিকেট ইতিহাসে ওপেনিং জুটিতে তারা এদিন সর্বোচ্চ ৩৬৫ রানের রেকর্ড গড়লেন। এর আগে এই কৃতিত্বের অধিকারী ছিলেন পাকিস্তানের ফখর জামান ও ইমাম-উল-হক। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে তারা করেছিলেন ৩০৪ রান। এদিন ক্যাম্পবেল ও শাই জুটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রানের নজিরও গড়লেন।

মজার কথা, এদিন দু'জনেই কেরিয়ারের প্রথম শতরান করেছেন। জোশুয়া লিটলিকে বিশাল ছক্কা হাঁকিয়ে ৯৯ বলে সেঞ্চুরিতে পৌঁছন শাই হোপ। তখন পর্যন্ত তিনি মেরেছেন ১৩টি চার। এর আগে টিম মুরতাঘের বলে সিঙ্গল নিয়ে ৯৯ বলে ৭টি চার ও ২টি ছক্কার সুবাদে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন জন ক্যাম্পবেল।

ইনিংসের ৪৮তম ওভারে ১৩৭ বলে ১৫ চার এবং ৬ ছক্কায় ক্যাম্পবেলের ১৭৯ রানের ইনিংসটি শেষ হয় ম্যাকার্থির বলে পোর্টারফিল্ডের তালুবন্দি হয়ে। এভাবেই ভাঙে ৩৬৫ রানের বিশ্বরেকর্ড গড়া দুর্দান্ত জুটি। একই ওভারের পঞ্চম বলে শাই হোপও ফিরে যান। ১৫২ বলে ১৭০ রানের তার ইনিংস সাজানো ছিল ২২টি চার এবং ২টি ছক্কায়।


আরো সংবাদ



premium cement
‘বাবা বলে ডাকতে পারি না’ বিএনপি নির্বাচন চায় দেশকে রক্ষার জন্য : মির্জা ফখরুল জাতীয় ঐক্যের মধ্যদিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে : গোলাম পরওয়ার সাঙ্গু নদীতে নৌকা বাইচের মাধ্যমে শুরু হলো বান্দরবানে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা ফার্মগেটে ৭ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের গ্রামগুলো নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া পর্ণো তারকাকে অর্থ দেয়ার মামলা খারিজের আবেদনের অনুমতি পেলেন ট্রাম্প দোহারে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর নামে ছাত্রলীগ নেতার মামলা ‘কোরআন-সুন্নাহর আদর্শ ছাড়া আলেমদের জন্য রাজনীতি জায়েজ নেই’ চীনা দূতাবাসের আউটস্ট্যান্ডিং পার্টনার অ্যাওয়ার্ড অর্জন অ্যাবকার ঢাবির রাজনীতিবিষয়ক বিশেষ কমিটির কার্যক্রম শুরু

সকল