ক্রিকেটার যখন নরসুন্দর
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ এপ্রিল ২০১৯, ১৫:৩৫
ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডুয়াইন ব্রাভো, যার নামের পাশে রয়েছে অনেক অভিজ্ঞতার খ্যাতি। ক্রিকেট মাঠে দর্শকদের ভেলকিবাজি দেখানোর পাশাপাশি দেখিয়েছেন নাচ ও গানেরও তিনি ওস্তাদ। কিন্তু সম্প্রতি খেলা, নাচ ও গানের অভিজ্ঞতার পাশে নতুন করে নিজের নাম লিখিয়েছেন একজন স্মার্ট নরসুন্দর হিসেবেও।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১২তম আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাচ্ছেন এই উইন্ডিজ তারকা। সোমবার নিজ দল চেন্নাই সুপার কিংসের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা তার একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ছবিতে দেখা যায়, ব্রাভো তার সতীর্থ মনু সিংহের চুল কেটে দিচ্ছেন। হাতে একটি হেয়ার কাটার ও চিরুণীসহ চুল কাটার অন্যান্য সরঞ্জামাদি। পরে মনু সিংহের হেয়ার স্টাইলসহ ছবিটি ফেসবুক আপলোড করা হয়। ভক্তরা প্রিয় তারকার ছবিটির প্রশংসা করেছেন এবং নিজেদের টাইমলাইনে তা শেয়ার করেছেন।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হন ব্রাভো। তবে দলের ব্যাটিং কোচ মাইক হাসি জানিয়েছেন, কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে ব্রাভোকে।
মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচে মাঠে নামবে চেন্নাই। এই ম্যাচেও ব্রাভোকে ছাড়াই মাঠে নামছে ধোনি বাহিনী।
৫ ম্যাচের ৪টিতে জয় ও একটিতে হেরে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। সমান জয়-পরাজয়ে রান রেটিংয়ে এগিয়ে কলকাতা রয়েছে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে। চেন্নাইয়ের এই ম্যাচে সুযোগ রয়েছে কলকাতাকে হারিয়ে শীর্ষস্থানটি দখল করার।
আরো পড়ুন :
৬০ টাকা রোজের দিনমজুর এখন আইপিএল তারকা
নয়া দিগন্ত অনলাইন, ০২ ফেব্রুয়ারি ২০১৮
গ্রামটায় পা দিলেই বোঝা যাবে যে, একটা উৎসব শুরু হয়ে গেছে। কানে আসবে মহিলাদের কণ্ঠে কাশ্মীরি লোকগীতি। দেখা যাবে, অতিথিদের মধ্যে বিলি করা হচ্ছে মিষ্টি। পুরোপুরি উৎসবের মেজাজ।
এই উৎসবের কেন্দ্রে একজনই। শিগন পোরা সোনাওয়ারি গ্রামের ২৪ বছরের তরুণ ক্রিকেটার মনজুর আহমেদ দার। গ্রামে যার পরিচিতি পাণ্ডব নামে। তাদের আদরের পাণ্ডব এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পাওয়ার পরেই উৎসব লেগে গিয়েছে গ্রাম জুড়ে।
সদ্য সমাপ্ত আইপিএল নিলামে কিংগস ইলেভেন পাঞ্জাব তুলে নিয়েছে এই অলরাউন্ডারকে। যে টিমে রয়েছেন যুবরাজ সিং, আর. অশ্বিনের মতো তারকারা। কাশ্মীর থেকে আইপিএলে যিনি শেষ খেলেছিলেন, তার নাম পরভেজ রসুল। তার পরে দার-ই কাশ্মীর থেকে দ্বিতীয় ক্রিকেটার যিনি আইপিএলে খেলার সুযোগ পেলেন। পরভেজের সঙ্গে দারের আরন্ একটা মিল আছে। দু’জনেই অলরাউন্ডার। তবে রসুল ছিলেন স্পিনার। আর ডান হাতে ব্যাট করার পাশাপাশি পেস বলটাও করেন দার। গত বছর বিজয় হাজারে ট্রফিতে জম্মু-কাশ্মীরের প্রতিনিধিত্বও করেছেন এই অলরাউন্ডার।
তরুণ এই ক্রিকেটারের জীবন অবশ্য আদৌ ফুলে ভরা ছিল না। বরং এত দিন সেখানে কাঁটার আধিক্যই ছিল বেশি। কখনো ছুতোর মিস্ত্রি, কখনো বা ব্যাংকের নিরাপত্তাকর্মী— নানা ধরনের কাজ করে জীবন কাটাতে হয়েছে তাকে। হঠাৎই আইপিএলের এই চুক্তি নতুন করে স্বপ্ন দেখাচ্ছে এই তরুণকে।
বাড়িতে ঢোকার সময়ই দেখা হয়ে গেল দার-এর বাবা এবং মায়ের সঙ্গে। আর তিনি কোথায়? জনা পঞ্চাশেক স্থানীয় তরুণের সঙ্গে বসা ক্রিকেটার আনন্দবাজারকে বলে দিলেন, ‘‘আমার জীবনের অত্যন্ত খুশির একটা মুহূর্ত। আইপিএলে খেলার সুযোগ পেলে আমিও ধোনির মতো ছয় মারতে চাই।’’ পাশাপাশি আরো একটা লক্ষ্যকে সামনে রেখে এগোতে চান দার। কী সেটা? নিজের ভাই, বোন, পরিবারের দেখভাল করা। দার বলছেন, ‘‘আমি চাই, ওরা সবাই যেন পড়াশুনা চালিয়ে যেতে পারে।’’
বাইশ গজের বাইরের লড়াই যে তাকে কতটা নিংড়ে নিয়েছিল, সেটা বোঝা যায় দারের কথা শুনলেই। ‘‘আমি যখন প্রথম আইপিএল নিলামে দল পাওয়ার ব্যাপারটা জানলাম, তখন মনে পড়ে যাচ্ছিল সে সব দিনের কথা। যখন দিনমজুর হিসেবে আমার আয় ছিল ষাট টাকা (রুপি)। প্রীতি জিন্টা ম্যাডামকে ধন্যবাদ, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য।’’
ডিসেম্বরে দিল্লিতে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে যুবরাজ সিংয়ের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা আছে দারের। যা নিয়ে এই কাশ্মীরি তরুণ বলছেন, ‘‘সে দিন যুবরাজদের বিরুদ্ধে খেলেছিলাম। কিন্তু কোনো দিন ভাবিনি যুবরাজ সিংয়ের সঙ্গে একই টিমে খেলার সুযোগ পাব। আমি এও আশা করব, যুবরাজ আমাকে পরামর্শ দেবে। আমাকে গাইড করবে।’’
আর তার বন্ধুরা কী বলছেন? শোনা যায়, দার আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন শোনার পরে নাকি ৩০ হাজার মানুষ এসে তার বাবা-মাকে অভিনন্দন জানিয়ে যান। দারের বন্ধুরা নিশ্চিত, আইপিএল এক নতুন তারকার জন্ম দেবে। দারের কথা উঠতেই প্রায় এক সুরে তারা বলছেন, ‘‘ওর জন্য আমাদের দারুণ গর্ব হচ্ছে। আমরা তাকিয়ে আছি সেই মুহূর্তটার দিকে, যখন ও আইপিএলে খেলতে নামবে।’’ তাঁদের বন্ধু যে আইপিএলে সফল হবেন, সে ব্যাপারেও নিশ্চিত এই তরুণরা। ‘‘আমরা ওর সঙ্গে খেলেছি। আমরা জানি, ও কী করতে পারে। ব্যাটে-বলে চমক দেখাবে দার,’’ নিশ্চিত শোনায় ছেলেগুলোর গলা।