ঢাকার কঠিন পরীক্ষা সহজ হচ্ছে
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫০, আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৩
খুলনা টাইটান্সের বিপক্ষে জিতলেই স্বস্তির সুবাতাস বইবে ঢাকা ডায়নামাইটস শিবিরে। প্লে-অফের পথ সুগম হবে। সেই পথটা এখন কিছুটা সহজ হয়েছে। টস হেরে বোলিং করতে নেমে শুরু থেকে খুলনাকে চেপে ধরেছিল তারা। ফলাফল ১২৩ রানে আটকে যায় তারা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে অর্ধেক রান ইতোমধ্যেই তুলে নিয়েছে ঢাকা। কাজটি করেছেন সাজঘরে ফেরা সুনীল নারাইন। ১৩ বলে দুই বাউন্ডারি ও চার ছক্কায় ৩৫ রান তুলে বিদায় নিয়েছেন।
দলের সংগ্রহ এখন ২ উইকেটে ৬২ রান। অধিনায়ক সাকিব ফিরেছেন মাত্র ১ রান করে।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার জুনায়েদ সিদ্দিকী ২ রান করে ফিরেন। তিন নম্বরে নামা ইংল্যান্ডের ডেভিড মালান দুই অংকে পৌঁছানোর আগেই ৭ রানে থেমে যান।
তবে এরপরের ব্যাটসম্যানরা দু’অংকে পৌঁছাতে পারলেও বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনার জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ১৮, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ১৪, নাজমুল হোসেন শান্ত ২৪, আল-আমিন-তাইজুল ইসলাম ১২ রান করে করেন।
শেষ দিকে, ১টি করে চার ও ছক্কায় ২৭ বলে অপরাজিত ৩০ রান করে খুলনা সম্মানজনক স্কোরে নিয়ে যান দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইস। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৩ রানের সংগ্রহ পায় খুলনা।
ঢাকার পক্ষে ২টি করে উইকেট নেন রুবেল হোসেন ও সাকিব আল হাসান।
ঢাকা একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মিজানুর রহমান, উপুল থারাঙ্গা, রনি তালুকদার, সুনীল নারাইন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাহমুদুল হাসান, কাজি অনিক. রুবেল হোসেন।
খুলনা একাদশ : মাহমুদুল্লাহ, নাজমুল হোসেন শান্ত, তাইজুল, শুভাশিস রয়, জুনাই সিদ্দিকি, আল আমিন, ডেভিড উইসে, ব্রেন্ডন টেইলর, জুনাইদ খান, নুৃর আলম সাদ্দাম, ডেভিড মালান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা