২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

শান্তর অশান্ত ব্যাটিংয়ের জবাব দিচ্ছেন গেইল

-

নাজমুল হোসেন শান্তর অশান্ত ব্যাটিংয়ের সুবাদে রংপুর রাইডার্সের জন্য ১৮১ রানের কঠিন চ্যালেঞ্জ দাঁড় করিয়েছে খুলনা টাইটান্স। সেই চ্যালেঞ্জের জবাব শক্ত হাতেই দিচ্ছে রংপুর। কারণ ক্রিজে এখন আছেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল। এর আগে ওপেনার অ্যালেক্স হিলস ও দক্ষিণ আফ্রিকার হার্ড হিটার এবি ডি ভিলিয়ার্স চার-ছক্কার ঝড় তুলে সাজঘরে ফিরেছেন।

এখন রংপুরের সংগ্রহ ১৫ ওভারে ২ উইকেটে ১৩৪ রান।

গেইল ব্যাট করছেন ২৮ রান নিয়ে আর সঙ্গী মোহাম্মদ মিথুন সাত রান নিয়ে।

এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় রংপুর রাইডার্স। ব্যাটিংয়ে নেমে মিডল-অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় বড় লড়াকু স্কোর পায় খুলনা। দলের পক্ষে নাজমুল হোসেন শান্ত দুটি চার ও তিনটি ছক্কায় ৩৫ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন।

এছাড়া জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ২০ বলে ৩২, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ২০ বলে ২৯ ও দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইস ১৫ বলে অপরাজিত ৩৫ রান করেন।

রংপুরের ফরহাদ রেজা ৩২ রানে চারটি উইকেট নেন।


আরো সংবাদ



premium cement