১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

আজ সিলেটে শুরু হচ্ছে দ্বিতীয় ধাপ

-

আজ থেকে সিলেটে শুরু হবে বিপিএলের দ্বিতীয় ধাপ। শেষ হবে ১৯ জানুয়ারি। রোববার ঢাকায় শেষ হয়েছে প্রথম ধাপ।

প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ দুপুর দেড়টায় মুখোমুখি হবে খুলনা টাইটানস ও রাজশাহী কিংস। আর সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচ হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সিক্সার্সের মধ্যে।

ম্যাচগুলো  অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এদিকে প্রথম ধাপে সবচেয়ে বেশি ম্যাচে জিতে শীর্ষে রয়েছে ঢাকা ডায়নামাইটস। চারটি ম্যাচের চারটিতে জিতে নাম্বার ওয়ান সাকিব আল হাসানের দল।

দ্বিতীয় স্থানে আছে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস। ঢাকায় শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে স্থানটি দখল করে তারা।

এর আগে মাশরাফির রংপুর রাইডার্স চারটি ম্যাচের দুটিতে জিতে দ্বিতীয় স্থানে ছিল। এখন তারা তৃতীয় স্থানে আছে।


আরো সংবাদ



premium cement