৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রানের পাহাড় শ্রীলঙ্কার সামনে

হেনরি নিকোলস - ছবি : সংগ্রহ

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে সফরকারী শ্রীলঙ্কার সামনে পাহাড়সম টার্গেট দাড় করিয়েছে নিউজিল্যান্ড। লো-স্কোরিং প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৫৮৫ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে কিউইরা। যার ফলে লঙ্কানদের সামনে জয়ের জন্য টার্গেট ৬৬০ রান।

এই টার্গেট তাড়া করতে নেমে শুক্রবার ২ উইকেটে ২৪ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে সফরকারীরা। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ১৭৮ রানে গুটিয়ে দিলেও ট্রেন্ট বোল্টের ৬ উইকেটের নৈপুণ্যে ১০৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ২ উইকেটে ২৩১ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করে স্বাগতিকরা। ওয়েলিংটনে ড্র হওয়া প্রথম টেস্টে ২৬৪ রানের অপরাজিত ইনিংস খেলা ওপেনার টম ল্যাথাম ব্যক্তিগত ১৭৬ রানে থামেন। ইনিংস ঘোষণার আগে অপরাজিত থাকেন হেনরি নিকোলস (১৬২*) ও কলিন ডি গ্র্যান্ডহোম (৭১*)।


আরো সংবাদ



premium cement