এশিয়া কাপে হংকং
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৯, আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৯
বাছাই পর্ব থেকে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে হংকং। বৃহস্পতিবারের ফাইনালে তারা জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ফলে নিজ দেশে আয়োজিত টুর্নামেন্টে দর্শক হয়ে থাকতে হবে আমিরাতকে।
মালয়েশিয়ায় এশিয়া কাপের বাছাইপর্বের ফাইনালে তিন বল বাকি থাকতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২ উইকেটে জিতেছে হংকং। কুয়ালালামপুরে বৃহস্পতিবার বৃষ্টি বিঘ্নিত ফাইনালে আগে ব্যাট করে ২৪ ওভারে ৯ উইকেটে ১৭৬ রান করে সংযুক্ত আর আমিরাত। ওপেনার আশফাক আহমেদ ৫১ বলে ৭৯ রানের এক ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে শাইমান আনোয়ারের ব্যাট থেকে। ২৮ রানে ৫ উইকেট নিয়ে হংকংয়ের সেরা বোলার আইজাজ খান। নাদিম আহমেদ ৩ উইকেট নেন ২৮ রানে।
জবাব দিতে নেমে ৩ বল আগে লক্ষ্যে পৌঁছায় হংকং। হংকং উড়ন্ত সূচনা পায় নিজাকাত খানের ব্যাটে। এই ওপেনার ২০ বলে করেন ৩৮ রান। এরপর ক্রিস্টোফার কার্টার (৩৩), এহসান খান (২৯) ও আনশুমান রাথ (২৮) দলকে পথ দেখান।
ছয় দেশের বাছাইপর্বের বাকি দলগুলো ছিল নেপাল, ওমান, সিঙ্গাপুর ও মালয়েশিয়া।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা