২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

সরকারি চাকরি দেয়ার কথা বলে প্রতারণা, ৯ লাখ টাকাসহ ভুয়া মেজর আটক

সরকারি চাকরি দেয়ার কথা বলে প্রতারণা, ৯ লাখ টাকাসহ ভুয়া মেজর আটক - নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় সরকারি চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার করে মোটা অঙ্করে টাকা হাতিয়ে অভিযোগে এক ভুয়া মেজর পরচিয় দেয়া এক প্রতারককে আটক করছে পুলশি। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা। বৃহস্পতবিার সকাল ১০টায় দামুড়হুদা উপজলোর র্দশনা বাসস্ট্যান্ড থেেক তাকে আটক করে গোয়ন্দো পুলিশের একটি দল। আটক শাহ জামাল মিন্টু (৩৫) পঞ্চগড় জেলার আটুয়ারী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামের রফিকুল ইসলাম জানান, তার দুই ছেলে বাদশা মিয়াকে মৎস অধিদপ্তরে এমএলএসএস ও হাকিম আলীকে স্বাস্থ্য বিভাগে কম্পউিটার অপারেটর পদে চাকুরি দেয়ার নাম করে শাহ জামাল মিন্টু প্রথমে ৭ লাখ ২০ হাজার টাকা নিয়েছে এবং আজ ৯ লাখ ৩০ হাজার টাকা নেয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদরে ভিত্তিতে দর্শনা এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতারককে আটক করা হয়। উদ্ধার করা হয় ৯ লাখ ৩০ হাজার টাকা। সে বিভিন্ন সময়ে চাকরি দেয়ার নাম করে চুয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় নিজেকে সেনা বাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রতারণা করে আসছলি। প্রকৃত পক্ষে সে সেনা বাহিনীর চাকরিচ্যুত একজন সৈনিক।

 


আরো সংবাদ



premium cement