২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আজ বৃষ্টিও হবে বাড়বে তাপমাত্রাও

আজ বৃষ্টিও হবে বাড়বে তাপমাত্রাও - সংগৃহীত

আজ রোববার বৃষ্টিও হবে আবার তাপমাত্রাও বাড়বে। শনিবারও দেশের দক্ষিণ-পশ্চিম এলাকার তিন বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। আজ কোথাও তাপপ্রবাহ না থাকলেও দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা বাড়বে। 

ঋতু চক্রের কারণে গত শনিবার থেকে বর্ষা শুরু হলেও সারা দেশে এর প্রভাব খুব বেশি নেই। মেঘে মেঘে ছেয়ে গেছে আকাশ কিন্তু সে অনুযায়ী ঝরেনি কাক্সিক্ষত বৃষ্টি। বাংলাদেশে সাধারণত দক্ষিণ-পশ্চিম মওসুমি বায়ু প্রভাবে ভারী বর্ষণ হয়ে থাকে। আর মওসুমি বায়ুতে পুরো বাংলাদেশ ছেয়ে যায় জুনের মাঝামাঝিতে। এ বছর একটু দেরিতে এসেছে মওসুমি। গতকাল পর্যন্ত দেশের পাঁচ বিভাগের আকাশে ছড়িয়েছে জলীয় বাষ্পপূর্ণ এ বায়ু। কিন্তু গতকাল পর্যন্ত খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের আকাশে পৌঁছতে পারেনি। চট্টগ্রাম, বরিশাল, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আকাশ মওসুমি বায়ুতে ভরে গেলেও স্বল্প কয়েকটি স্থান ছাড়া অন্যত্র তেমন বৃষ্টি হয়নি। ভৌগোলিক অবস্থানের কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগ বৃষ্টিপাতপ্রবণ হলেও গতকাল পর্যন্ত এ দুই বিভাগে তেমন বৃষ্টি হয়নি। 

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববতী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ডিমলায় সর্বোচ্চ ৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী দুই দিনের মধ্যে মওসুমি বায়ু দেশের আরো কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ রয়েছে বলে। রাজধানীতে কিছু এলাকায় অল্প কয়েক ফোঁটা বৃষ্টি হয়েছে। দিন শেষে বিকেলের দিকে গরম কিছুটা কমে গিয়েছিল। আজ আবারো তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে দিনের বেলা। 

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬.৬ ডিগ্রি ও সর্বনি¤œ ছিল সৈয়দপুরে ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ ছিল ২৭.৫ এবং সর্বনি¤œ ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

 


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল