২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নতুন নাটক নিয়ে মঞ্চে হৃদি হক

-

মঞ্চস্থ হলো নাগরিক নাট্যাঙ্গনের নতুন নাটক ‘আকাশে ফুইটেছে ফুল-লেটো কাহন।’ থঐতিহাসিক কিছু ঘটনা নিয়ে নির্মিত এ নাটকটি নাগরিকের ২৬তম প্রযোজনা। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় এটি মঞ্চায়িত হয়। নাটকটি নির্দেশনার পাশাপাশি অভিনয়ও করেছেন হৃদি। লিখেছেন ড. রতন সিদ্দিকী। ৫০ জনের একটি দল এ নাটকে কাজ করেছেন। মঞ্চ পরিকল্পনায় ছিলেন সাজু খাদেম। আবহ সঙ্গীত পরিকল্পনায় ছিলেন কামরুজ্জামান রনি।
১৯০৫ থেকে ১৯১১ সাল পর্যন্ত সময়ে লেটো গানের ওপর একটা আঘাত পড়েছিল। তখন কবি কাজী নজরুল এসে লেটো গানের হাল ধরেন। মূলত লেটো গানের ওপর ভিত্তি করেই ‘আকাশে ফুইটেছে ফুল’ মঞ্চ নাটকের গল্প। হৃদি হক অভিনয় করেছেন শাহিদা চরিত্রে। নাটকটিতে একটি লেটো গানের দল আনন্দ-উচ্ছ্বাসে মাতিয়ে রাখে চুরুলিয়া-আসানসোল। এরই মধ্যে এক দিন ঘোষিত হয় বঙ্গভঙ্গ। বিভক্ত হয় বাংলা। জন্ম হয় ধর্মভিত্তিক রাজনৈতিক দল মুসলিম লীগের।
এ দিকে ইংরেজদের ষড়যন্ত্রে ও বিরোধে জড়িয়ে যায় বাঙালি হিন্দু-মুসলমান। বিষাক্ত হয়ে ওঠে কলকাতা, ঢাকা, বর্ধমান। অসাম্প্রদায়িক চেতনায় লালিত হাজার বছরের বাঙালি বিস্মিত। ১৯১১ সালে প্রাণান্তকর চেষ্টায় রোহিত হয় বঙ্গভঙ্গ। স্বস্তির বাতাস বয়ে যায়। কিন্তু তত দিনে গায়কের অভাবে লেটোর দল বিলুপ্ত হতে বসেছে। এমনি ক্রান্তিকালে লেটোর দলে যুক্ত হয় চুরুলিয়ার হতদরিদ্র পরিবারের ছেলে দুখুমিয়া। তার গায়কি দক্ষতায় পুনরায় জেগে ওঠে লেটোর দল। মেতে ওঠে চুরুলিয়া-আসানসোলের প্রান্তিক মানুষ।
নাটকটিতে আলোক পরিকল্পনায় ছিলেন ইসরাত নিশাত। পোশাক পরিকল্পনা করেছেন আইরিন পারভিন লোপা। নৃত্যভঙ্গি পরিকল্পনায় ছিলেন রায়হানুল আলম। নাটকটিতে আবহ সঙ্গীত প্রক্ষেপণে রয়েছেন বর্ণ বাদল। আলোক প্রক্ষেপণে রয়েছেন পবন আহমেদ। এ ছাড়া নাটকটিতে অভিনয় করেছেন, হাবিব বাহার, জুয়েল জহুর, সুমন আহমেদ, আসিব চৌধুরী, সুতপা বড়ুয়াসহ অনেকে।
শিল্পী পরিবারের মানুষ হৃদি হক। বাবা খ্যাতিমান অভিনেতা ড. ইনামুল হক এবং মা অভিনেত্রী লাকী ইনাম এর বড় মেয়ে হৃদি হক অভিনয় ছাড়াও টিভি নাটক পরিচালনা করেন, টিভি নাটক লিখেন, মঞ্চে অভিনয় করেন, মঞ্চ নাটক পরিচালনা করেন। তার লেখা আলোচিত ধারাবাহিক নাটক ‘আমাদের আনন্দবাড়ি’। এনটিভিতে প্রচারিত হয়েছিল নাটকটি। নাগরিক নাট্যাঙ্গনের হয়ে তিনি প্রথম মঞ্চে নির্দেশনা দেন ‘গহর বাদশা ও বানেছা পরী’ নাটকটি। বেশ সাড়া পায় ঢাকার মঞ্চে নাটকটি। এরপর মঞ্চে নির্দেশনা দেন ‘৭১ ও একজন’ নাটকটি।


আরো সংবাদ



premium cement
জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল, সদস্যসচিব আরেফিন এমন একটি দেশ চাই যাকে কেউ ভাগ করতে পারবে না : জামায়াত আমির কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় আটক ৫ ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে রিজভী জাতীয় ফুটবল দলকে আওয়ামীকরণ করে ধ্বংস করা হয়েছে : মেজর হাফিজ প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান আ’লীগের মতো অপকর্ম করব না, বাংলাদেশ গড়ব : পিন্টু মানবকল্যাণে সম্পৃক্ত থাকলেই স্রষ্টার সন্তুষ্টি অর্জনে সক্ষম হবো : তারেক রহমান নিখোঁজের ৬ দিন পর বিক্রয়কর্মীর লাশ উদ্ধার বেড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত খোকনের লাশ উত্তোলন আসর সেরা আবু হায়দার, ব্যাটে-বলে সবার উপরে নাইম-আলাউদ্দিন

সকল