২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন তোরসা

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তোরসা (মাঝে)। এতে প্রথম রানারআপ হন মায়ামি ও দ্বিতীয় রানারআপ মেঘলা : নয়া দিগন্ত -

সারা দেশ থেকে ৩৭ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ হলেন রাফা নানজিবা তোরসা। প্রতিযোগিতায় প্রথম রানারআপ ফাতিহা খালুদ মায়ামি ও দ্বিতীয় রানারআপ হয়েছেন জান্নাতুল ফেরদৌস মেঘলা। শুক্রবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত গ্র্যান্ড ফিনালে আলো ঝলমলে মঞ্চে তাদের নাম ঘোষণা করা হয়।
চূড়ান্ত আসরে সর্বশেষ সেরা ১২ প্রতিযোগীর মধ্যে থেকে চূড়ান্ত ছয়জনকে নির্বাচিত করা হয় প্রথমে। তারা হলেনÑ সুমাইয়া সানজিন, জান্নাতুল ফেরদৌস মেঘলা, রাফা নানজিবা তোরসা, প্রিয়ন্তী উর্বি, ফাতিহা খালুদ মিয়ামি ও নিশা চৌধুরী।
এরপর ছয়জন থেকে সেরা তিনজন রাফা নানজিবা তোরসা, জান্নাতুর ফেরদৌস মেঘলা, ফাতিহা খালুদ মিয়ামিকে নির্বাচন করেন বিচারকেরা। তোরসার মাথায় সেরা সুন্দরীর মুকুট পরিয়ে দেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। তোরসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
মুকুট মাথায় নিয়ে উচ্ছ্বসিত রাফা নানজিবা তোরসা বলেন, ‘এখানে যারা প্রতিযোগী হিসেবে ছিলেন, তারা সবাই মেধাবী। তাদের মধ্য থেকে নিজের নামটি শুনে অন্য রকম অনুভূতি হয়েছে, যা বলে বোঝানো যাবে না। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা থাকল।’
গত ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচনের এ আয়োজন। অমিকন এন্টারটেইনমেন্টের সাথে অনুষ্ঠানটির আয়োজক ছিল এক্সপার্ট প্রোভাইডার। আগামী ১৪ ডিসেম্বর যুক্তরাজ্যে অনুষ্ঠেয় মিস ওয়ার্ল্ডের মঞ্চে অংশ নেবেন তোরসা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দেবাশীষ বিশ্বাস ও শ্রাবণ্য তৌহিদা।
প্রশ্ন-উত্তর পর্বে মূল বিচারকের দায়িত্ব পালন করেন চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা মৌসুমী ও রূপবিশেষজ্ঞ ফারনাজ আলম, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ চ্যাম্পিয়ন ঐশী, মিস ওয়ার্ল্ড সিঙ্গাপুর ২০১৮-এর ভ্যানেসা পেহ।
এর আগে মঞ্চে নৃত্য করেন মুমতাহিনা টয়া ও মিস্টার বাংলাদেশ ২০১৯-এর ফাহিম। গান পরিবেশন করেন হৃদয় খান ও আঁখি আলমগীর।


আরো সংবাদ



premium cement
বিনা শর্তে দাবি মেনে নেয়ার আশ্বাসে সাড়ে ৩ ঘণ্টা পর সড়ক ছাড়ল শ্রমিকরা রেমিট্যান্স বাড়ায় দেশের রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে পৌঁছেছে শরণার্থীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে দক্ষিণ সুদান সরকারকে বিরোধ নিষ্পত্তির নোটিশ এস আলম গ্রুপের, নইলে আন্তর্জাতিক সালিশির হুমকি একনেকে ১ হাজার ৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন সালাহর চমকে উড়ল লিভারপুল ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, হাসপাতালে ১৭২ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী চীন সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ১১০০ সেনা হতাহত হয়েছে : দাবি সিউলের

সকল