স্বল্প ও মধ্য আয়ের মানুষের জন্য নির্মিত হচ্ছে ৮৩২ ফ্ল্যাট
কেনা হচ্ছে এক লাখ টন গম- অর্থনৈতিক প্রতিবেদক
- ০৯ মে ২০১৯, ০০:২১
রাজধানীর মিরপুরে স্বল্প ও মধ্য আয়ের মানুষের জন্য ১১৩ কোটি টাকা ব্যয়ে ৮৩২টি ফ্ল্যাট নির্মাণ করছে সরকার। এ ছাড়াও দেশে গমের চাহিদা পূরণের জন্য রাশিয়া থেকে কেনা হবে এক লাখ মেট্রিক টন গম।
গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেয়া হয়েছে। কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, মিরপুর ১৬ নম্বর সেকশনে স্বল্প ও মধ্য আয়ের মানুষের জন্য ৮৩২টি ফ্ল্যাট নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় এক হাজার ৫৪৫ বর্গফুট আয়তনের ফ্ল্যাট সংবলিত ভবন নম্বর ৭ ও ৮ নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১১৩ কোটি চার লাখ ৯৩ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়নে কাজ পেয়েছে বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশন। প্রকল্পটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে।
অর্থমন্ত্রী জানান, রাশিয়া থেকে সরকার হতে সরকারপর্যায়ে এক লাখ মেট্রিক টন গম আমদানির প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ২২৪ কোটি ৫৩ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে খাদ্য মন্ত্রণালয়।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুসারে প্রতি টন গমের মূল্য পড়বে ২৬৭ দশমিক ৩০ ডলার। ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেটে গম আমদানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ ৫০ হাজার টন। এ জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়েছে এক হাজার ৩৪১ কোটি ছয় লাখ টাকা। চলতি অর্থবছরে ইতোমধ্যে চার লাখ ৫০ হাজার টন গম আমদানিতে এক হাজার ৫২ কোটি ২২ লাখ টাকা খরচ করা হয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে রাশিয়ান ফেডারেশনের সাথে বাংলাদেশ সরকারের চুক্তি স্বাক্ষর হয়েছিল। গত এপ্রিলে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদল সরকারিপর্যায়ে এক লাখ টন গম আমদানির জন্য মস্কো সফর করে।
অর্থমন্ত্রী বলেন, এ ছাড়া বৈঠকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ প্রকল্পে (১৯ লাখ ৫০ হাজার সংযোগের সংস্থানসহ প্রথম সংশোধন) শীর্ষক প্রকল্পের লট নম্বর ১.৫ এর আওতায় টার্ন কি ভিত্তিতে তিনটি করে মোট পাঁচটি সাবস্টেশন নির্মাণের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেয়া হয়।
এতে মোট ১৫টি সাবস্টেশনের মাধ্যমে ৯৭ লাখ ৫০ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হবে। প্রকল্পটি কাজ পেয়েছে এনার্জি প্যাক। প্রকল্পটি বিদ্যুৎ বিভাগের আওতায় বাস্তবায়িত হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা