১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

সাংবাদিক মাহফুজউল্লাহ স্মরণে প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

-

প্রখ্যাত সাংবাদিক মরহুম মাহফুজউল্লাহ স্মরণে গত বুধবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মাহফুজউল্লাহর পরিবারের পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন করা হয়।
মাহফুজউল্লাহর স্মৃতিচারণ করে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন মাহফুজউল্লাহর ভাই অধ্যাপক ড. মাহবুবউল্লাহ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, মাহফুজউল্লাহর শিক্ষক ড. এম শমশের আলী, দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত আনোয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল, ডিবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, মরহুমের কন্যা ডাক্তার নুসরাত হুমায়রা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মরহুম মাহফুজুল্লাহর ঘনিষ্ঠজন ডিইউজের সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদার।
দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রুহুল আলম চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম, সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতউল্লাহ, জহির উদ্দিন স্বপন, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, কল্যাণ পার্টির সাহিদুর রহমান তামান্না প্রমুখ অংশ নেন। মুনাজাত পরিচালনা করেন ড. এম শমশের আলী।
প্রসঙ্গত, সাংবাদিক মাহফুজউল্লাহ গত ২৭ এপ্রিল ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।


আরো সংবাদ



premium cement
গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন ভারতীয় পেসার বরুন ঘোষণাপত্রে সবার আগে স্বৈরাচার হাসিনার বিচার দেখতে চায় জনগণ : সারজিস পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি : উপদেষ্টা মাতৃভূমিতে নারী শিক্ষা বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মালালা দোহারে ব্যাচ-৭৫ পুনর্মিলনী অনুষ্ঠান খুলনাকে ১৭৯ রানের টার্গেট দিলো রাজশাহী ঢাকা মেডিক্যালের মর্গে জুলাই অভ্যুত্থানের ৬ বেওয়ারিশ লাশ পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি নতুন বছরে মাঠে নামতে মায়ামিতে মেসি ফকিরহাটে লখপুর গ্রুপের ১৭ শিল্পপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি শ্রমিকদের

সকল