নয়া দিগন্তের পাঠকপ্রিয়তা গ্রাম পর্যন্ত বিস্তৃত
- কুমিল্লা সংবাদদাতা
- ২৭ এপ্রিল ২০১৯, ০০:০০
দিগন্ত মিডিয়া করপোরেশনের নির্বাহী পরিচালক আব্দুস সাদেক ভুঁইয়া বলেছেন, সত্যের সঙ্গে প্রতিদিনÑ এ সেøাগান সামনে রেখে নয়া দিগন্তের যাত্রা শুরু হয়। নয়া দিগন্ত দেশ, জনগণ ও মাটির কথা বলছে। নয়া দিগন্তের পাঠকপ্রিয়তা গ্রামাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। সত্যকে মানুষের সামনে তুলে ধরছে। অনেক পাঠকের নয়া দিগন্ত ছাড়া সকালের নাশতা হয় না। আমরা বর্তমানে নয়া দিগন্তকে সম্মিলিত প্রচেষ্টায় সামনের দিকে এগিয়ে নিতে চেষ্টা করছি।
গতকাল সকালে কুমিল্লার ইয়াম্মি পার্টি সেন্টারে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের জেলা ও উপজেলা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি ও সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নয়া দিগন্তের ডেপুটি এডিটর নিউজ মাসুমুর রহমান খলিলী, মার্কেটিং বিভাগের প্রধান সিনিয়র জিএম সাইফুল হক সিদ্দিকী। নয়া দিগন্তের কুমিল্লা জেলা সংবাদদাতা হাবীবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে জেলা ও উপজেলা সংবাদদাতারা বক্তব্য রাখেন।
দিগন্ত মিডিয়া করপোরেশনের নির্বাহী পরিচালক আব্দুস সাদেক ভুঁইয়া আরো বলেন, ইতোমধ্যে নয়া দিগন্তের বেশ কয়েকটি নিউজ সাড়া ফেলেছে। অনলাইনে অনেক পাঠক রয়েছে। পত্রিকাটিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করব। আমাদের পত্রিকার সার্কুলেশন বাড়ানো দরকার। এজন্য আপনারা পত্রিকাটিকে সামনের দিকে এগিয়ে নেবেন। পত্রিকাটিকে এগিয়ে নিতে যে সুযোগ রয়েছে, আপনারা সেটা কাজে লাগাবেন। পত্রিকাটিকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য আপনারা মাইলস্টোন হিসেবে কাজ করবেন।
নয়া দিগন্তের ডেপুটি এডিটর নিউজ মাসুমুর রহমান খলিলী প্রতিনিধিদের উদ্দেশে বলেন, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে জাতীয় পর্যায়ে নেতৃত্বদানকারী অনেক বিশিষ্ট ব্যক্তি রয়েছেন। সাহিত্য, সংস্কৃতি ও মিডিয়া জগতেও এ অঞ্চলের অনেক লোক নেতৃত্ব দান করছেন। এ অঞ্চলের অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। তিনি বলেন, নয়া দিগন্ত অনলাইনে আমাদের প্রায় এক কোটি পাঠক রয়েছেন। আপনার একটা সংবাদ বিশে^র যেকোনো স্থান থেকে যে কেউ দেখতে পারছেন। আপনি এ সুযোগ কেন হারাবেন? আমাদের সামনে বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আপনাদের দলমত নির্বিশেষে সবার সাথে সম্পর্ক সৃষ্টি করতে হবে। এতে সাংবাদিক হিসেবে আপনাদের মর্যাদা বাড়বে এবং পাঠক বেশি হবে।
মার্কেটিং বিভাগের প্রধান সিনিয়র জিএম সাইফুল হক সিদ্দিকী বলেন, নয়া দিগন্ত আমার প্রাণের প্রতিষ্ঠান। পত্রিকাটিকে এ পর্যন্ত এগিয়ে নিতে আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। পত্রিকাটিকে সামনের দিকে এগিয়ে নিতে আপনাদের উদ্যোগী হতে হবে। আমরা মিলেমিশে পত্রিকাটিকে এগিয়ে নিতে পারি।
প্রতিনিধি সমাবেশে বক্তব্য রাখেন নিজস্ব প্রতিবেদক ফেনী শাহাদাত হোসেন, নোয়াখালী জেলা সংবাদদাতা মো: হানিফ ভূইয়া, লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা এ এইচ এম মোস্তাকুর রহমান, চাঁদপুর জেলা সংবাদদাতা শরীফ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা মোহাম্মদ মোজাম্মেল হক, দাউদকান্দি সংবাদদাতা মো: হানিফ খান, দেবিদ্বার সংবাদদাতা মো: ফখরুল ইসলাম সাগর, নাঙ্গলকোট সংবাদদাতা মো: সাইফুল ইসলাম, লাকসাম সংবাদদাতা মো: মিজানুর রশিদ, কচুয়া সংবাদদাতা মো: এমদাদ উল্লাহ, চৌদ্দগ্রাম সংবাদদাতা মো: সিরাজুল ইসলাম ফরায়েজী, বুড়িচং সংবাদদাতা কাজী খোরশেদ আলম, মুরাদনগর সংবাদদাতা আব্দুল আউয়াল সরকার, কসবা সংবাদদাতা আবুল কালাম আজাদ, নবীনগর সংবাদদাতা জালাল উদ্দিন মনির, নাসিরনগর সংবাদদাতা আসমত আলী, ফরিদগঞ্জ সংবাদদাতা শাকিল হাসান, হাইমচর সংবাদদাতা নুরুল ইসলাম, মতলব সংবাদদাতা ওমর ফারুক, দাগনভূঞা সংবাদদাতা আবদুল্লাহ আল মামুন, সোনাগাজী সংবাদদাতা সাইফুল আলম হিরণ, ফুলগাজী সংবাদদাতা সাইদ হোসেন সাহেদ, কোম্পানীগঞ্জ সংবাদদাতা ফরিদ উদ্দিন আহম্মদ, সোনাইমুড়ি সংবাদদাতা আব্দুল মতিন, সেনবাগ সংবাদদাতা মোক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন লাকসাম সংবাদদাতা মো: মিজানুর রশিদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা