খোলাবাজারে চিনি বিক্রি করবে সুগার অ্যান্ড ফুড করপোরেশন
- অর্থনৈতিক প্রতিবেদক
- ২৭ এপ্রিল ২০১৯, ০০:০০
পবিত্র রমজানে চিনির মূল্য নিয়ন্ত্রণে রাখতে ঢাকার ১৬টি স্থানে খোলাবাজারে ন্যায্যমূল্যে ট্রাকে করে চিনি বিক্রি করবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গত বৃহস্পতিবার ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা জানানো হয়। দেশে এই মুহূর্তে চিনির পর্যাপ্ত মজুদ আছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ বছর রমজানে ঢাকাসহ দেশের কোথাও চিনির ঘাটতি হবে না।
শিল্পসচিব মো: আবদুল হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইউরোপের অনেক উদ্যোক্তা চিনি শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য ঋণ প্রদানে আগ্রহ প্রকাশ করেছে। পুরনো চিনি শিল্প কারখানায় আধুনিক যন্ত্রপাতি প্রতিস্থাপন করে সেগুলোকে আবার লাভজনক করে তুলতে হবে। চিনি শিল্প প্রতিষ্ঠানের নিজস্ব জমিতে উন্নত মানের আখ উৎপাদন করার মাধ্যমে আখচাষিদের উৎসাহিত করতে হবে। অধিক উৎপাদন ক্ষমতাসম্পন্ন নতুন জাতের ইক্ষুর জাত উদ্ভাবন করতে হবে।
সাভার ট্যানারি শিল্প নগরীর ইটিপি পরিচালনার জন্য ট্যানারি শিল্পগুলোর যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে ৩০ এপ্রিলের মধ্যেই একটি কোম্পানি গঠনের জন্য তাগাদা দিয়ে শিল্পসচিব লেদার ওয়ার্কিং গ্রুপের মান অনুযায়ী ইটিপি নির্মাণ ও পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন। সভায় জানানো হয়, সাভার ট্যানারি শিল্প নগরীতে একটি ফায়ার স্টেশন নির্মাণের জন্য শিগগিরই জমি হস্তান্তর করা হবে।
এ ছাড়া সভায় মুন্সীগঞ্জে বিসিক প্লাস্টিক শিল্পনগরী ও বিসিক মুদ্রণ শিল্পনগরী স্থাপনের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত সমাপ্ত করার জন্য নির্দেশ প্রদান করা হয়। এ জন্য সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের প্রকল্প স্থানে উপস্থিত থেকে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করার নির্দেশনা প্রদান করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা