চট্টগ্রামে ফার্নিচার বিক্রি করতে গিয়ে খুন নরসিংদীর ব্যবসায়ী
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২১
চট্টগ্রামের পটিয়া উপজেলার নলান্ধা গ্রামে চাঁদা না দেয়ায় রোববার রাতে সন্ত্রাসীদের হাতে এক ফার্ণিচার ব্যবসায়ী খুন হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় তারা ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেশকিছু ফার্নিচার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত মো. জামাল (৪৮) নরসিংদী জেলার বাসিন্দা। সন্ত্রাসীদের হামলায় সুজন (৪০) নাম আরও একজন আহত হন।
স্থানীয়দের বরাতে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, প্রতি বছরের ন্যায় গত ১০ ফেব্রুয়ারি নলান্ধা গ্রামে গরীব উল্লাহ শাহ (র.) মাজারে বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ফার্নিচারসহ বিভিন্ন পসরার দোকান বসে। ওরশ উপলক্ষে নরসিংদী থেকে ফার্নিচার নিয়ে এসেছিলেন জামাল ও সুজন।
রোববার রাতে এলাকার কিছু সন্ত্রাসী তাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা জামাল ও সুজনকে মারধর করে। পরে গুরুতর আহত জামাল একপর্যায়ে মারা যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা হয়নি বলে জানান ওসি বোরহান উদ্দিন। সূত্র : ইউএনবি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা