২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কারাগারে মাদক মামলার আসামি পুলিশ কনস্টেবলের মৃত্যু

- নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ায় কারা হেফাজতে থাকা অবস্থায় মাদক মামলার আসামি এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। নিহত পুলিশ কনস্টেবলের নাম আসাদুল ইসলাম (২৯)। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আসাদুল কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

কারা সূত্রে জানা যায়, গত বছরের ১৩ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের করা মাদক ও চাঁদাবাজি মামলায় আটক করার পর অভিযুক্ত পুলিশ কনস্টেবল আসাদুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে রাখা হয়। সোমবার দুপুরে আসাদুল আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার জানিয়েছেন, ময়নাতদন্ত ও সুরতাহাল রিপোর্ট তৈরি করে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।


আরো সংবাদ



premium cement