১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, আটক ১

-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার ছবি বিকৃত করে নিজের ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার নাম বেলাল হোসেন (৩০)। তিনি বোয়ালখালীর উপজেলার পশ্চিম গোমদণ্ডী চরখিজিপুর গ্রামের মৃত আলতাজ মিয়া ছেলে। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারের ছবি বিকৃত করে পোস্ট করায় তাকে আটক করা হয়েছে।’

আটক ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement