নিখোঁজ ৩২ জেলেকে ফিরিয়ে দিয়েছে মিয়ানমার
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৬ জানুয়ারি ২০২০, ২০:১০
সাগরে নিখোঁজ পর ৩২ জেলেকে ফিরিয়ে দিয়েছে মিয়ানমার। রোববার দুপুরে আর্ন্তজাতিক সমুদ্র সীমানা জিরোলাইনে মিয়ানমার কোস্টগার্ডের কাছে তাদের হস্তান্তর করেছে।
কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লে: শাহ জিয়া রহমান বলেন, গত ১৬ জানুয়ারী ১৯ জেলে নিয়ে এফভি বাকলিয়া-১ ফিশিংবোট গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে সাগরে নিখোঁজ হয়। একইভাবে ১৯ জানুয়ারী ১৩ জেলে নিয়ে এফভি জীন্দাপীর নামে আরেকটি ফিশিংর্বোডও ইঞ্জিন বিকল হয়ে সাগরের নিখোঁজ হয়। পরবর্তীতে ৩২ জেলেসহ দুইটি ফিশিংবোট মায়ানমারের নৌবাহিনীর জিম্মায় রয়েছে বলে খোঁজ পাওয়া যায়। পরে বাংলাদেশ দূতাবাসের সহযোগীতায় ফিরিয়ে তাদের আনা হয়।
তিনি আরো জানান, মালিক পক্ষের উপস্থিতিতে ৩২ জেলেসহ দুইটি ফিশিংবোট বিসিজি সেন্টমার্টিনের মাধ্যমে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা