প্রতিবন্ধীকে ধর্ষণের প্রতিবাদ করায় নৈশপ্রহরী নাছিরকে হত্যা
- কুমিল্লা সংবাদদাতা
- ২৩ জানুয়ারি ২০২০, ১৭:০৪, আপডেট: ২৩ জানুয়ারি ২০২০, ১৭:৫৫
কুমিল্লায় প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ করায় নৈশপ্রহরী ও দোকানদার নাছির উদ্দিনকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সুপার সৈয়দ মো: নুরুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ১২ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাওতলা আলিম মাদরাসা সংলগ্ন মার্কেটের একটি দোকানে আসেন সানা উল্লাহ (২৪)। এ সময় ওই মার্কেটের দোকানী ও নৈশপ্রহরী নাসির উদ্দিন তাকে কেন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেছেন জানতে চান। এসময় দুজনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। পরে রাতে সানা উল্লাহ সহযোগী টমটম চালক মোয়াজ্জেম হোসেনকে নিয়ে ওই দোকানে এসে হামলা চালিয়ে দা দিয়ে কোপাতে থাকে। জীবন বাঁচাতে নাছির উদ্দিন দৌঁড়ে মহাসড়ক পার হতে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান।
এ ঘটনায় জড়িত সন্দেহে ২২ জানুয়ারি কুমিল্লার চান্দিনা এলাকা থেকে মোয়াজ্জেম হোসেনকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে সানা উল্লাহকে আটক করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বিস্তারিত বর্ণনা দেন।
এর আগে গত ৭ জানুয়ারি রাতে সানা উল্লাহর বিরুদ্ধে ওই এলাকায় ১৫ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা