মুক্তিযোদ্ধার ৬ শতাধিক গাছ পুড়িয়ে দিল শত্রুরা
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ জানুয়ারি ২০২০, ২০:২৯, আপডেট: ২১ জানুয়ারি ২০২০, ২০:৫৫
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রবাসী এক মুক্তিযোদ্ধার ছয় শতাধিক গাছের চারা পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ১৯ জানুয়ারি বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের পূর্ব লালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা বজলুর রহমান ২ বিঘা জমির ওপর প্রায় ৬ শতাধিক সেগুন, বেলজিয়াম, মেহগনি জাতের গাছের চারা রোপণ করেন।
বজলুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান ফরহাদ বলেন, ‘রাজনৈতিক জীবনে কারো সাথে বিরোধিতা থাকতেই পারে কিন্তু তার বলি হবে ৬ শতাধিক চারা গাছ, এমনটা ভাবতেই অবাক লাগছে।’
স্থানীয়রা জানান, নির্জন জায়গাতেই এই কাঠের বাগানটি। কাঠ গাছের চারাগুলো কিছুটা বড় হয়েছে, এখন ওষুধ ছিটানোর ফলে বাগানের আগাছাগুলো শুকিয়ে ছিল আর এর ফলেই শত্রুদের জন্য আগুন লাগানো সহজ হয়েছে। শুকিয়ে থাকা আগাছাগুলোতে আগুন লাগানোর ফলে দ্রুত ছড়িয়ে পড়ে এবং গাছগুলো পুড়ে যায়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য হাবিব মিয়াজী বলেন, ‘খবর পেয়ে আমি স্থানীয় গণ্যমান্যদের নিয়ে ঘটনাস্থলে যাই। যা দেখলাম তা সত্যিই দুঃখজনক, অমানবিক। মানুষের সাথে মানুষের রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে কিন্তু এমনটা মোটেও কাম্য নয়।’
এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাম্মেল হক বলেন, ‘একজন মুক্তিযোদ্ধার গাছের বাগান পুড়িয়ে ফেলাটা খুবই দুঃখজনক। অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা