চট্টগ্রামে কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ ডিসেম্বর ২০১৯, ১০:২০
চট্টগ্রাম নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় দেশীয় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের একটি কারখানায় বৃহস্পতিবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন- ওসমান গণি (৪৫), রাজিব দাশ (৩০), রাকিব (১৮), নুরুল আলম (৩৫), এনায়েত এবং আজম। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা হেলাল উদ্দিন চৌধুরী জানান, রাত ১১টার দিকে সল্টগোলা ক্রসিং নিউমুরিং এলাকায় বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দল। তবে এর আগেই আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তিনি জানান, শ্রমিকরা কারখানাটির বাইরে রাস্তার ওপর ওয়েল্ডিংয়ের কাজ করছিল। এর মধ্যে একটি গ্যাস সিলিন্ডার গরম হয়ে বিস্ফোরিত হলে ওপরের দিকে উঠে যায়। সিলিন্ডারটি টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। তবে ওয়ার্কশপের ভেতরে ঘটনাটি ঘটলে তা আরো ভয়াবহ হত।
ইপিজেড থানার ওসি মো: নুরুল হুদা জানান, বৃহস্পতিবার রাতে কারখানায় কাজ করার সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে চমেক হাসপাতালে নেয়া হয়েছে। সূত্র : ইউএনবি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা