বান্দরবানে একটি চাকমা পাড়া পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা
- বান্দরবান সংবাদদাতা
- ২২ নভেম্বর ২০১৯, ১৬:১৭, আপডেট: ২২ নভেম্বর ২০১৯, ১৬:২৭
বান্দরবানে একটি চাকমা পাড়া পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। সদর উপজেলা কুহালং ইউনিয়নের কাট্টলি নতুন চাকমা পাড়ার সাতটি বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
বৃহস্পতিবার রাত ১০টা দিকে সদর উপজেলা থেকে ১০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।
কাট্টলি পাড়ার কারবারী (পাড়াপ্রধান) ধারজচন্দ্র চাকমা জানান, বৃহস্পতিবার রাতে পাড়ায় একদল সন্ত্রাসী এসে প্রথমে ফাঁকা গুলি করে। পরে আগুন দেয়া হয়। এতে সাত পরিবারের ঘরগুলো সম্পূর্ণ পুড়ে গেছে।
পাড়াপ্রধান আরো জানান, একসময় ওই পাড়ায় আটটি চাকমা পরিবার ছিল। আগুনে নিঃস্ব হয়ে পাশে আরেকটি চাকমা পাড়া কোলক্ষ্যংছড়া এলাকায় আশ্রয় নিয়েছি।
কুহালং ইউপি চেয়ারম্যান সানুপ্রু মারমা জানান, এলাকাবাসীর মাধ্যমে ভোরে পাড়ায় আগুন দেয়ার কথা জেনেছি। পরে প্রশাসনকে জানানো হয়েছে।
বান্দরবান সদর থানা ওসি শহিদুল আলম জানান, ঘটনা তদন্তে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা না গেলেও স্থানীয়রা বলছেন মগ লিবারেশন পার্টি সদস্যরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, মগ লিবারেশন পার্টির সাথে বান্দরবানে আধিপত্যের দ্বন্দ্ব চলে আসছে জনসংহতি সমিতির।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা