হাসপাতালের মর্গে ছোঁয়ামনির নিথর দেহ, ইয়াছিনের খোঁজে স্বজনদের আহাজারি
- ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
- ১২ নভেম্বর ২০১৯, ১৪:২২
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পড়ে রয়েছে ট্রেন দুর্ঘটনায় নিহত ছোট্ট ছোঁয়ামনির (৯) নিথর দেহ। এখনো সন্ধান মিলেনি শিশু ইয়াছিনের (৮)। তার খোঁজে স্বজনদের আহাজারিতে পুরো হাসপাতাল বিষাদে ছেয়ে গেছে। অশ্রু সংবরণ করতে পারছেন না হাসপাতালে আগন্তুক কোনো মানুষই।
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বড়বাজার গ্রামের সোহেল মিয়ার কন্যা ছোঁয়ামনি। সপরিবারে চট্টগ্রামে থাকেন সোহেল মিয়া। বাবার সাথে গ্রামের বাড়ি থেকে উদয়ন ট্রেনে চট্টগ্রাম যাচ্ছিল ছোঁয়ামনি। কসবার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ। ছোঁয়ামনির নিথর দেহটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পড়ে আছে। তার বাবাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ উপজেলা সদরের আলমগীর হোসেনের ছেলে ইয়াছিন। মা ও বোনের সাথে উদয়ন এক্সপ্রেসে চট্টগ্রামে যাচ্ছিল ইয়াছিন। মা ও বোন গুরুতর আহত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি। কিন্তু ইয়াছিনের কোনো সন্ধান মেলেনি এখনো। তার স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে গেছে।