১৪ ঘণ্টা পর সচল হল চট্টগ্রাম বিমানবন্দর
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ নভেম্বর ২০১৯, ১১:০৪
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ১৪ ঘন্টা বন্ধ থাকার পর রোববার সকাল থেকে ফের চালু হয়েছে। সকাল ৭টা থেকে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জামান।
তিনি জানান, বন্ধ থাকা অবস্থায় ১৩টি ফ্লাইটের সিডিউল বাতিল করা হয়েছে এবং একই সাথে বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান উঠা-নামাও বন্ধ ছিল।
বিমানবন্দর ম্যানেজার বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আবহাওয়া অধিদপ্তর ১০ নম্বর মহাবিপদ সংকেত জারির পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য শনিবার বিকাল ৪টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। বিপদ কেটে যাওয়ার পর আজ সকাল ৭টা থেকে অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। সূত্র : ইউএনবি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা