২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

- ছবি : নয়া দিগন্ত

লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর চকমসজিদ চত্বরে মহানবী (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তি এবং ভোলার বোরহান উদ্দিনে আন্দোলনরত মুসল্লিদের হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি অনারারি ক্যাপ্টেন অবঃ মুহা. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতি সুরক্ষায় কোন আইন না থাকার কারণে ধর্ম বিদ্বেষীরা ইসলাম ও রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তি করার দুঃসাহস দেখাচ্ছে।

এদেশের ধর্মপ্রাণ মুসলমান ও আলেম ওলামারা বারবার ব্লাসফেমী আইন করার দাবি জানিয়ে আসলেও সরকার এতে কর্ণপাত করছে না। ফলে ইসলাম বিদ্বেষী শক্তি একের পর আল্লাহ, রাসুল (সাঃ) ও ইসলামের বিরুদ্ধে কুৎসা রটিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে যাচ্ছে। তাই ধর্ম অবমাননা রোধে অবিলম্বে ব্লাসফেমী আইন পাশ করে বিপ্লব চন্দ্রকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে।

এতে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সিনিয়র সহ-সভাপতি মাওঃ দেলওয়ার হোসাইন, সেক্রেটারি মাওঃ মহিউদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মাওঃ আ হ ম নোমান সিরাজী, সাংগঠনিক সম্পাদক হাফেজ লোকমান হোসাইন, প্রচার সম্পাদক ইমরান হোসাইন, শ্রমিক নেতা মাওঃ মাহবুবুর রহমান, যুব নেতা মুফতি আশরাফুল ইসলাম, ছাত্র নেতা মুহা. নুরুল আলম প্রমুখ।

সমাবেশের পূর্বে এক বিশাল মিছিল মারকাজ মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকমসজিদ চত্বরে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিয়ে শেষ হয়।


আরো সংবাদ



premium cement