২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নোয়াখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

-

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় পলাশ (৩০) নামে যুবদলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে এক মাদক কারবারি।

আজ শুক্রবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

জানা গেছে, একলাশপুর গ্রামের সমিদ ব্যাপারী বাড়ির রুমির ছেলে তুহিন মাদক ব্যবসা চালিয়ে আসছে। এ ব্যাপারে প্রতিবাদ করায় একই গ্রামের সেলিম মিয়ার ছেলে যুবদল কর্মী পলাশকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে পলাশ নিহত হন।

এলাকাবাসী জানান, তুহিন দীর্ঘদিন যাবৎ এলাকা মাদকের ব্যবসা চালিয়ে আসছে। পলাশের বাড়ির সামনে মাদকের ব্যবসা করতো। বিষয়টি এলাকাবাসীকে পলাশ জানান। এতে ক্ষিপ্ত হয়ে তুহিন চা দোকান থেকে ডেকে এনে প্রকাশ্যে পলাশকে কুপিয়ে হত্যা করে।

এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হারুনুর রশিদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement