কুমিল্লায় এম কে আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
- কুমিল্লা সংবাদদাতা
- ২৪ অক্টোবর ২০১৯, ২০:৩৬
কুমিল্লার হোমনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার মরহুমের স্থানীয় বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। পরে কবর জিয়ারত শেষে পরিবার এবং উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
দোয়া ও মিলাদ অনুষ্ঠানে এম কে আনোয়ারের বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজার তার বক্তব্যে সকলের কাছে বাবার জন্য দোয়া কামনা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, হোমনার সব শ্রেণী-পেশার মানুষ বাবাকে অকৃত্রিমভাবে ভালোবেসেছেন। আমার বাবা মরহুম এম কে আনোয়ারকে আপনাদের হৃদয়ে শ্রদ্ধাভরে ঠাঁই দিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মো: মাহফুজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকোট মো: আজিজুর রহমান মোল্লা, সহ-সভাপতি মো: ফজলুল হক মোল্লা, কুমিল্লা উত্তরের সাধারণ সম্পাদক মো: আক্তারুজ্জামান সরকার, পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক মো: ছানাউল্লাহ সরকার, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ সাব মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা