২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অদ্ভূত পেপে দেখতে ব্যাপক ভিড়

অদ্ভূত পেপে দেখতে ব্যাপক ভিড় - ছবি : নয়া দিগন্ত

আল্লাহর সৃষ্টির কতইনা অপরূপ নিদর্শন রয়েছে দুনিয়াজুড়ে। কত সুন্দর ফুল ফল সৃষ্টি করেছেন তিনি। সৃষ্টির নিদর্শন অদ্ভূত আকৃতির পেপের দেখা মিলেছে মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায়। পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা বারইয়ারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন ডিলারের ঘরের পাশে পেপে গাছে এমন একটি পেপে ধরেছে যাতে অনেকটা পাঁচ আঙ্গুলের মতো দেখতে। তিনি পেপেটি গাছ থেকে নামিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে রেখেছেন। এমন আকৃতির পেপে দেখতে কৌতুহলী মানুষরা ভিড় করছেন।

আবুল হোসেন ডিলার বলেন, গাছ থেকে পেপেটি নামিয়ে দেখি অদ্ভূত ধরনের। পাঁচ আঙ্গুওেলর মতো দেখতে। আমি পেপেটি না খেয়ে রেখে দিয়েছি।


আরো সংবাদ



premium cement