গণপিটুনিতে তিন ডাকাত নিহত
- নিজস্ব প্রতিবেদক, ফেনী
- ১৩ এপ্রিল ২০১৯, ১২:৩০
ফেনীর দাগনভূঞা উপজেলার উ: আলীপুর গ্রামে শনিবার ভোরে ডাকাতি শেষে পালাবার সময় গ্রামবাসীর গণপিটুনিতে তিন ডাকাত নিহত ও অন্তত দু'জন আহত হয়েছে। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে গ্রামের হেদায়েত উল্যাহর বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা বের হওয়া মাত্র বাড়ির লোকজন চিৎকার দেয় ।একজন মসজিদের মাইকে ডাকাত ধরতে গ্রামবাসীকে এগিয়ে আসার আহবান জানান ।এসময় লোকজন বেগুন ক্ষেতে লুকিয়ে থাকা তিনজনকে ধরে বেদম পিটুনি দেয়।খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসে।
আবাসিক মেকেল অফিসার ডা: আবু তাহের জানান, এদের দু'জন ঘটনাস্থলে অপরজন হাসপাতালে নিয়ে আসার পর মারা যায় ।এদের একজন সোহাগ (৩৫) বলে জানা গেছে । তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে ।
কিছুক্ষণ পর গ্রামবাসির পিটুনিতে আরো দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয় ।এদের মধ্যে মনিরকে চট্রগ্রাম মেডিকেলে অপরজন ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ সালেহ আহমদ পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা