চট্টগ্রামে রাতেই ব্যালটে নৌকায় সিল মারার অভিযোগ বিএনপির
- চট্টগ্রাম ব্যুরো
- ৩০ ডিসেম্বর ২০১৮, ১২:৪৩
চট্টগ্রামের ১৬টি আসনের অধিকাংশ কেন্দ্রেই ধানের শীষ ও ২০ দলের প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া এবং অধিকাংশ কেন্দ্র দখলে নিয়ে নৌকার সমর্থকরা রাতেই ব্যালটে সিল মেরেছে বলে অভিযোগ করেছে বিএনপি। চট্টগ্রাম নগর বিএনপির সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী রোববার সকাল ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের ১৪নং লালখানবাজার ওয়ার্ডের লালখানবাজার মাদ্রাসা কেন্দ্রে সকাল পৌনে ৮টার আগেই ব্যলট পেপার ভর্তি ভোটের বাক্স দেখা গেছে। ভোট শুরুর আগেই স্থানীয় যুবলীগ নেতা দিদারুল আলম মাসুমের নেতৃত্বে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল ভোটকেন্দ্রে প্রবেশ করে জাল ভোট দেয় বলে উল্লেখ করা হয়।
বিএনপির এই নেতা বলেন, রোববার সকাল থেকে চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের খুলশী থানার মতিঝর্ণা, পুলিশ লাইন স্কুল, রেলওয়ে স্কুল, পলোগ্রাউন্ড স্কুল, পাহাড়তলী কলেজসহ সংসদীয় আসনের অধিকাংশ কেন্দ্র ভোর থেকেই দখল করে রেখেছে আওয়ামী লীগের লোকজন। সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দিচ্ছে তারা। আসনের অধিকাংশ সেন্টারের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। নগরীর পাহাড়তলী কলেজ কেন্দ্র থেকে খুলশী থানার ওসি নিজেই বিএনপির এজেন্টদের বের করে দিয়েছে। ১৪নং ওয়ার্ডের পুলিশ লাইন্স কেন্দ্রে ছাত্রলীগের বাধা দেয়ার পরও ভোট দিতে চাওয়ায় তিনজন ভোটারকে কেন্দ্র থেকে নিয়ে যায় পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, চট্টগ্রাম-১১ আসনের হালিশহর, বন্দর থানার অধিকাংশ এলাকার ভোটকেন্দ্রগুলোতে ভোটের আগেরদিন রাতেই ব্যলট পেপারে সিল মেরে রাখে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। পাশাপাশি রোববার সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রের গেইটে পাহারা বসিয়েছে নৌকার সমর্থকরা। পরিচিত লোকজন ছাড়া সাধারণ ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে না তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এছাড়াও চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের অধিকাংশ ভোটকেন্দ্র দখল করে জাল দিচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আর এই কাজে আওয়ামী লীগের সন্ত্রাসীদের মদদ দিচ্ছে পুলিশ প্রশাসন। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের অধিকাংশ কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের এজেন্টদের বের করে দেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা