২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

বাংলাদেশ ব্যাংকের নির্মাণাধীন ছাদের সাটারিং পড়ে ৩ গ্রাহক আহত

-

বাংলাদেশ ব্যাংক বগুড়া ভবনের অভ্যন্তরে ছাদ নির্মাণের লোহার সাটারিং পড়ে ৩ গ্রাহক আহত হয়েছেন। রোববার দুপুর ১২টায় এ  ঘটনার পর ২ ঘন্টা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল।

ঘটনার পর পুলিশ ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। আহতরা হলেন বগুড়া শহরের নাটাই পাড়ার জীবন (৪০), রহমান নগরের আরমান আলী (৩৮) ও একই এলাকার সাজ্জাদ আলী নয়ন (৩৫)।

কালিতলা এলাকার সজল সরকার জানান, তিনি সঞ্চয়পত্রের সুদের টাকা তুলতে বাংলাদেশ ব্যাংকে আসেন। লাইনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে বিকট শব্দে তাকিয়ে দেখেন ছাদ নির্মানের লোহার সাটারিং এর নীচে ৩ জন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এ সময় ভেতরের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা চিৎকার করে ভয়ে এদিক সেদিক ছুটতে থাকে। পরে আহতদের উদ্ধার করে ব্যাংকের কর্মচারীরা  হাসপাতালে নিয়ে যান। ঐ ঘটনার পর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখা হয়।অনেক গ্রাহক চলে গেলেও যারা বই ও টোকেন জমা দিয়েছিলেন তারা বাইরে বারান্দায় অপেক্ষা করেন।

বাংলাদেশ ব্যাংক বগুড়ার মহাব্যবস্থাপক জগন্নাথ চন্দ্র ঘোষ সাংবাদিকদের জানান,৭ বছর আগে থেকে ব্যাংকের ছাদ দিয়ে পানি পড়ছিল। ছাদ নষ্ট হওয়ায় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নির্মাণের জন্য টেন্ডার আহবান করা হয়। কাজটি পেয়েছে  গ্লোবাল এন্টারপ্রাইজ। ব্যাংকের কার্যক্রম অন্য কোথাও সরিয়ে নেয়ার বিকল্প জায়গা না থাকায় গত শনিবার থেকে ঐ ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করে। একইসাথে ভেতরে নির্মানকাজও চলতে থাকে। হঠাৎ কিভাবে সাটারিং-এর লোহার পাইপ পড়ে গেল তা এখনও জানা যায়নি।

২৫০ শয্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: রাজীব জানান, আহত তিন জনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে সাজ্জাদ হোসেন নয়নের অবস্থা গুরুতর।

বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, গ্লোবাল এন্টারপ্রাইজের সুপারভাইজার সুরমান আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
লস অ্যাঞ্জেলেসের উত্তরে পাহাড়ি এলাকায় নতুন দাবানল ছড়িয়ে পড়ছে পান্থপথের বহুতল ভবনের আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি আজ থাইল্যান্ডের ই-ভিসা জটিলতায় বাংলাদেশীরা মানিকগঞ্জে ছাত্রদের উপর প্রকাশ্যে সশস্ত্র হামলার নেতা আব্দুর রাজ্জাক গ্রেফতার নোবিপ্রবিতে বিকন অব ব্রিলিয়্যান্স আয়োজন করছে ছাত্রশিবির জাতীয় স্বার্থের উপর জোর দেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি : রুবিও অভিষেক ঝড়ে পাত্তাই পেল না ইংল্যান্ড শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে রিয়ালের বড় জয় ড. ইউনূস পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চান মার্চের মধ্যে বাংলাদেশ সফর করতে পারেন ফিফা প্রধান

সকল