সমাপনী পরীক্ষায় আট ভুয়া পরীক্ষার্থী বহিষ্কার
- গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
- ২৪ নভেম্বর ২০১৯, ১৮:৪৮
গলাচিপায় ৫ম শ্রেণির ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় মামুন তক্তি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার গণিত বিষয়ে ৮জন ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে।
বহিষ্কারকৃতরা হলেন- রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র রাফিন ইসলাম আসিব, মাকসুদা, সপ্তম শ্রেণির মারুফ, কাকলী, মানিক চাঁদ মাদ্রাসার মো. সাগর, রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেরাজুল হক ইমন, ইলমা ও মো. জাহিদ। গলাচিপা রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৫ম শ্রেনির গণিত বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ৮জন ভুয়া পরীক্ষার্থী অংশ নেয়। হল কর্তৃপক্ষ বিষয়টি জেনে ভুয়া পরীক্ষার্থীদের বহিষ্কার করেন।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় উপজেলা প্রশাসন উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা মো. সহিদুল ইসলামকে আহবায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়ার পর ওই মাদ্রাসার সুপার মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা