মায়ের সঙ্গে রাগ করে মাদারীপুরের মানিক বরগুনায়
- গোলাম কিবরিয়া, বরগুনা
- ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৫
মায়ের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পথ হারিয়ে ফেলেছে মাদারীপুরের সাজ্জাদ হোসেন মানিক নামে চতুর্থ শ্রেণির এক ছাত্র। বরগুনা সদর থানায় এসে পৌঁছেছে সে। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। শনিবার রাত ১১টার দিকে তাকে থানা হেফাজতে নেয় পুলিশ।
মানিক জানায়, তার বাড়ি মাদারীপুরের মোস্তফাপুরে। বাবার নাম সোহেল মাতব্বর। সে স্থানীয় গার্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। রোল নম্বর ১৩। মায়ের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে নানা বাড়ি যাওয়ার জন্য বাসে উঠে পথ হারিয়ে ফেলে সে।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, বরগুনার টাউন হলের স্থানীয়রা ছেলেটিকে পেয়ে থানায় খবর দেয়। আমরা তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছি। এছাড়া মাদারীপুর থানায় খবর দেওয়া হয়েছে। ছেলেটিকে তার অভিভাবকদের কাছে তুলে দেওয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা