নৌকার নির্বাচনী অফিসে আ’লীগের হামলা
- ঝালকাঠি সংবাদদাতা
- ১৪ মার্চ ২০১৯, ১৭:২৪
ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মনিরউজ্জামানের নির্বাচনী অফিসে হামলা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বারবাকপুর স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।
অফিস পরিচালনার দায়িত্বে থাকা নৌকা প্রতীকের সমর্থক আহত খলিলুর রহমান অভিযোগ করেন, সকালে রাজাপুর সদর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মজিবর মৃধার নেতৃত্বে দলের বিদ্রোহী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিলন মাহমুদ বাচ্চুর আনারস প্রতীকের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ওই অফিসে হামলা চালিয়ে অফিসের আসবাপত্র ভাংচুর করে। অফিসে থাকা প্রধানমন্ত্রী ও নৌকার প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলেন তারা। হামলায় ৫ জন আহত হয়েছেন। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযোগ অস্বীকার করে রাজাপুর সদর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মজিবর মৃধা বলেন, তারা নিজেরাই অফিস ভাংচুর করে অন্যের নামে দোষ দিচ্ছেন।
আরো দেখুন : ঝালকাঠিতে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন
ঝালকাঠিতে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন। বৃহস্পতিবার সকালে ঝালকাঠির সরকারি উচ্চ বিদ্যালয় এবং সরকারি হরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে শিশু শিক্ষার্থীরাই ভোটার আবার তারাই পিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টসহ নির্বাচনের সব দায়িত্ব পালন করে। নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বাসিত ছিলো সব শিশু শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষকরা জানান, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচন অনুষ্ঠানের ফলে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের চর্চা এবং নেতৃত্ব বিকাশিত হবে। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা