‘দলীয় সরকারের অধীনে আর কখনো নির্বাচনে যাব না’
- আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো
- ৩০ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৮
ভবিষ্যতে দলীয় কোন সরকারের অধীনে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন কেমন হয়, তার প্রমাণ আমরা বিগত সিটি নির্বাচন ও আজকের সংসদ নির্বাচনের মাধ্যমে বুঝে গেছি। অতএব আমি ব্যক্তিগতভাবে প্রতিজ্ঞা করছি যে, জীবনে আর কখনো দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করবো না।
৩০ ডিসেম্বর বেলা ১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গতকাল রাতেই অধিকাংশ কেন্দ্রের ভোট গ্রহণ হয়ে গেছে, ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরে রাখা হয়েছে। ভোটাররা কেন্দ্রে এলে তাদের অনেককেই বলা হয়েছে আপনার ভোট দেয়া হয়ে গেছে। এ কেমন ভোট? জীবনে এমন ভোট আর কখনো দেখিনি।
বরিশাল-৫ (সদর) আসনের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করে সরোয়ার বলেন, অধিকাংশ ভোট কেন্দ্র থেকে আমাদের ধানের শীষ প্রতীকের এজেন্টদের বের করে দেয়া হয়েছে।
তিনি বলেন, ঐক্যফ্রন্টের নির্বাচনে আসাই উচিত হয়নি। আমরা প্রধানমন্ত্রী এবং সিইসির কথায় বিশ্বাস করে চরম খেসারত দিয়েছি। যেখানে পুলিশরা রিটার্নিং অফিসারের কথা শোনে না, সেখানে দলীয় সরকারের অধীনে এর চেয়ে আর ভালো কী আশা করা যায়।
সরোয়ার বলেন, শনিবার রাত থেকে ৩০/৪০ জনের পুলিশের একটি দল আমার বাসা ঘেরাও করে রাখে। বিভিন্ন সেন্টারে রাতে জাল ভোট দিয়ে বাক্স ভরার সংবাদ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেও কোনো লাভ হয়নি। যার প্রতিফলন দেখা গেছে আজ। সকাল ১০টার মধ্যে অনেক কেন্দ্রে ব্যালট শেষ হয়ে গেছে। তিনি বলেন, সেনাবাহিনীকে রিটার্নিং অফিসারের অধীনে দেয়ায় সাধারণ ভোটাররা কোনো সুবিধা পাননি।
তিনি বলেন, প্রশাসনের উপস্থিতিতে অধিকাংশ ভোটকেন্দ্র থেকে আমার এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে। বরিশাল নগরের নুরিয়া হাইস্কুল, নুরিয়া কিন্ডার গার্টেন, এ করিম মাধ্যমিক বিদ্যালয়সহ চরবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র থেকে পোলিং এজেন্টেদের বের করে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। তিনি বলেন, বিএনপি নেতা ও চরবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু, ২৩ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা বাবুল, মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, ছাত্রদল নেতা সোহেল রাঢ়ীসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা বিষয়গুলো রিটার্নিং কর্মকর্তাকেও জানিয়েছি। কিন্তু কোন প্রতিকার পাইনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা