২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ওসির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদেরকে মিথ্যা মামলার আসামি!

সাংবাদিক জহির খান ও শাকিল মাহমুদ বাচ্চু - নয়া দিগন্ত

‘উজিরপুর ওসির অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ’ শিরোনামে সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিককে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়,বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম জয়শ্রী গ্রামে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে গভীর রাতে দূর্বৃত্তদের আগুন দেয়ার ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় উজিরপুরের সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু ও মো: জহির খানকে আসামী করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক তোলপাড় ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

দুই সাংবাদিককে আসামী করে মামলা দায়ের হওয়ায় উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

গত রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম জয়শ্রী গ্রামে আ’লীগের একটি নির্বাচনী ক্যাম্পে একদল দূর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার পরেরদিন ওই ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি মনির হোসেন হাওলাদার বাদী হয়ে বিএনপি নেতা মশিউর রহমান হাওলাদারকে প্রধান অভিযুক্ত করে ৪২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামাসহ ৭২ জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

ওই মামলায় উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ও আজকের পরিবর্তন পত্রিকার উজিরপুর প্রতিনিধি পূর্ব মুন্ডুপাশা গ্রামের বাসিন্দা শাকিল মাহমুদ বাচ্চুকে ৩১ নং ও উজিরপুর রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারন সম্পাদক বেসরকারী আনন্দ টেলিভিশন ও জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উজিরপুর উপজেলা সংবাদদাতা পৌর এলাকার বাসিন্দা মো: জহির খানকে ২০ নং আসামী করা হয়।

কিন্তু আর্শ্চায্যজনক বিষয় হচ্ছে মামলার বাদী ছাত্রলীগ নেতা মনির হাওলাদার নিজেই জানেন না ওই রাতে কারা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। মনির হাওলাদার মুঠোফোনে জানান, ২৩ ডিসেম্বর রাত ১২টার পরে কে বা কাহারা আ’লীগের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তিনি তা চোখে দেখেননি। মামলায় দুই সাংবাদিকসহ ৪২ জনকে নামধারী আসামী করার বিষয়ে জানতে চাইলে তিনি (মনির) স্থানীয় ইউপি সদস্য ইউসুফ হাওলাদারের সাথে যোগাযোগ করতে বলেন।

সাংবাদিক জহির খান অভিযোগ করে বলেন, তিনি গত ১৭ ডিসেম্বর জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় ও বেসরকারি আনন্দ টেলিভিশনে রাত ৮টার নিউজ বুলেটিনে “উজিরপুর ওসির অপসারন দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ” শিরোনামে ওসির বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করেন।

সেই সংবাদের জের ধরে তার উপর প্রতিশোধ নিতেই উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল তাকে (জহির) এই মামলায় ফাঁসিয়েছে। মামলার বিষয়ে কিছুই জানেন না দাবী করে শিকারপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নজরুল ইসলাম মাঝি বলেন, দুই সাংবাদিককে কি কারনে আসামী দেয়া হয়েছে তা তার বোধগম্য নয়। বিষয়টি আ’লীগের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনা করা হবে।

উজিরপুর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু ও পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানিয়েছেন, বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। কে কে আসামী পড়েছেন তা তার জানা নেই।

 


আরো সংবাদ



premium cement
আ’লীগ নেতাদের নিয়ে ’জাগোনারীর’ সমাবেশ, আমন্ত্রণে নেই বিএনপি-জামায়াত জাহাজে ৭ খুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪টি স্বর্ণের বার উদ্ধার স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে ৫ হাজার কোটি টাকার দুই ‘মেগা’ প্রকল্প বাতিল পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে ট্রেন যাবে খুলনায়, কাল উদ্বোধন দেশে ফ্যাসিবাদী ষড়যন্ত্র এখনো চলছে : বিএনপি মহাসচিব চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধাকে নাজেহাল করার ঘটনায় জামায়াতের নিন্দা

সকল