হালুয়াঘাট প্রেস ক্লাবে হামলা, ৫ সাংবাদিক আহত
- হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা
- ০৫ জানুয়ারি ২০২৩, ০০:০৫
ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
জানা যায়, সাংবাদিকদের ইচ্ছার বিরুদ্ধে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং তার নিজের ইচ্ছামতো প্রেস ক্লাবের কমিটি গঠনের উদ্যোগ নেন। গত দুই বছর আগেও উপজেলা আওয়ামী লীগের নেতা শাহ আলমকে প্রেস ক্লাবের সভাপতি করে কমিটি করে দেন এমপি জুয়েল আরেং। সাংবাদিকরা মর্মাহত হলে সুষ্ঠু ভোটের মাধ্যমে কমিটি করা হবে বলে আশ্বাস দেন তিনি। কিন্তু গত ২৮ ডিসেম্বর সাংবাদিকদের ইচ্ছার বিরুদ্ধে আবারো দুই বছর মেয়াদের জন্য শাহ আলমকেই সভাপতি করে কমিটি দেন এমপি জুয়েল আরেং।
গত রোববার দুপুরে থানা রোডের হালুয়াঘাট উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের সাইনবোর্ড স্থাপন করতে গেলে ১০-১২ জন সাংবাদিকদের ওপর হামলা করেন। এ হামলায় মানবজমিনের প্রতিনিধি ওমর ফারুক সুমনের কাঁধের হাড় ভেঙে যায়। বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সাইদুর রহমান রাজুর হাত কেটে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ঘটনায় হালুয়াঘাট থানায় জিডি করেছেন সাংবাদিকরা। ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের বিচার দাবি করেছে হালুয়াঘাটের সাংবাদিকসহ সুশীলসমাজ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা