২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`
এস এ গেমস

কারাতেতে স্বর্ণ জিতলেন আল আমিন

-

১৩তম এসএ গেমসে দেশকে দ্বিতীয় স্বর্ণপদক এনে দিলেন আল আমিন। মঙ্গলবার নেপালের কাঠমান্ডুর গেমস ভেন্যুতে কারাতে কুমিতে -৬০ কেজি ওজন শ্রেণিতে মোহাম্মদ আল আমিন ফাইনালে পাকিস্তানের প্রতিযোগীকে হারিয়ে দেশকে দ্বিতীয় স্বর্ণপদক এনে দেন।

রাজশাহীর এই অ্যাথলেট বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত । তার কোচ জসিম উদ্দিন বলেন, ক্যাম্পে সে খুব সিরিয়াস ছিল। যার প্রতিদান পেয়েছে।
স্বর্ণজয়ী আল আমিন বলেন, এর চেয়ে বেশি খুশি আর কী হতে পারে । দেশের পতাকার মান রাখতে পেরে আমি গর্বিত ।

২৪ বছর বয়সী আল আমিন কারাতের জাতীয় চ্যাম্পিয়ন।

সোমবার এসএ গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণপদক এনে দেন  দীপু চাকমা। তায়কোয়ান্দোর ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব ২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে সোনার হাসি হাসেন রাঙামাটির সন্তান দীপু চাকমা।


আরো সংবাদ



premium cement