০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

বন্দুকধারীদের হামলায় ফিলিপাইনে ৭ বিদ্রোহী নিহত

বন্দুকধারীদের হামলায় ফিলিপাইনে ৭ বিদ্রোহী নিহত - সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে এক হামলায় দেশটির সাবেক সাত মুসলিম বিদ্রোহী নিহত হয়েছে। ইসলামিক স্টেট গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। শনিবার সামরিক ও পুলিশ কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র। তারা আরো জানায়, নিহতরা সকলেই ফিলিপাইনের সাবেক বৃহত্তম গেরিলা গ্রুপ মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) সদস্য।

স্থানীয় সেনা দলের কমান্ডার লে: কর্নেল আর্নাস্তো জেনার জানান, দাউয়াহ ইসলামিয়া নামের আইএস পন্থী একটি সশস্ত্র গ্রুপ শুক্রবার শারিফ সেদনা শহরের কাছের এমআইএলএফের ক্যাম্পে হামলা চালায়। এতে সেখানে উভয় পক্ষের মধ্যে লড়াই শুরু হয় এবং তাদের মধ্যে এ যুদ্ধ কয়েক ঘণ্টা ধরে চলে।

জিহাদিদের কর্মকান্ড পর্যবেক্ষণ করা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, আইএস এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। জিহাদিরা জানায়, হামলা চালিয়ে এমআইএলএফের আট সদস্যকে হত্যা করা হয়েছে। তবে স্থানীয় পুলিশ কমান্ডার লে: কর্নেল আর্নল্ড সান্তিয়াগো সাংবাদিকদের বলেন, কর্তৃপক্ষ কেবলমাত্র সাতজনের মৃত্যুর কথা জেনেছে।

এদিকে স্থানীয়রা জানায়, তারা ম্যানিলার প্রায় ৯শ’ কিলোমিটার দক্ষিণে শারিফ সেদনায় নদীর তীরে রাখা একটি নৌকায় সাতটি লাশ দেখেছে। এমআইএলএফ মুখপাত্র বন আল হক এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এমআইএলএফ শান্তি চুক্তির ফলে কয়েক দশকের মুসলিম বিদ্রোহের অবসান ঘটে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে এ বিদ্রোহে প্রায় দেড় লাখ লোক প্রাণ হারিয়েছে। মিন্দানাও হচ্ছে দেশটির মুসলিম অধ্যুষিত একটি অঞ্চল। সূত্র : বাসস।


আরো সংবাদ



premium cement
গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে একমত ট্রাম্প ও সিসি বান্দরবানে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ আখাউড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ১২ কেজির এলপি গ্যাসের দাম বাড়ল ১৯ টাকা ভারত কেন পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহারে উঠেপড়ে লেগেছে, প্রশ্ন ড. মাসুদের প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা এখনো আগের মতোই চাঁদাবাজি চলছে, বাজারে সিন্ডিকেটও আছে : সারজিস ত্যাগীদের নিয়ে গণমানুষের সংগঠন গড়ে তোলা হবে : আফরোজা খান রিতা জয়পুরহাটে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত শ্বেতী রোগ কি ছোঁয়াচে, নিরাময়যোগ্য অসুখ? কাউখালীতে নাশকতা ও হত্যা মামলায় গ্রেফতার ৩

সকল