মার্কিন হুমকি মোকাবেলায় অংশীদারিত্ব বাড়াচ্ছে চীন-রাশিয়া
- পার্স টুডে
- ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৯
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানো এবং বাস্তবায়নের ব্যাপারে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন। নিউ ইয়র্কে জাতিঙ্ঘের ৭৪তম সাধারণ অধিবেশনের অবকাশে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এ প্রত্যয় ব্যক্ত করেছেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান পরিস্থিতির আলোকে চীন ও রাশিয়ার উচিত নিজেদের মধ্যে কৌশলগত সমন্বয় শক্তিশালী করার পাশাপাশি জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সুরক্ষা দেয়া এবং বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করা। ওয়াং ই তার বক্তব্যের পুনরাবৃত্তি করে আরো বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে স্বাক্ষরিত সব চুক্তি বাস্তবায়নের জন্য বেইজিং ও মস্কোর উচিত একসাথে কাজ করা।
এ ছাড়া নতুন নতুন ক্ষেত্রে নিজেদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর পাশাপাশি বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ব্যাপারে দুই দেশ বিজ্ঞচিত পদক্ষেপ গ্রহণ এবং সমাধান বের করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা