২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নিজেদের মধ্যে ২৩ বার বিয়ে, তারপর তালাক!

নিজেদের মধ্যে ২৩ বার বিয়ে, তারপর তালাক! - ছবি : সংগৃহীত

নিজেদের মধ্যে ২৩ বার বিয়ে, তারপর ২৩ বারই বিচ্ছেদ। আর এসবই করা কেবল সরকারের থেকে বাড়ি পেতে। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে চীনের ঝেজিয়াং প্রদেশে। ঘটনায় একই পরিবারের ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, সরকারি প্রকল্পের জন্য ওই এলাকার বেশ কয়েকটি বাড়ি ভেঙে ফেলা হয়েছিল। এরপর ক্ষতিপূরণ হিসেবে ওই এলাকার বাসিন্দাদের ৪০ স্কোয়্যার মিটারের অ্যাপার্টমেন্ট দেওয়ার কথা জানানো হয়। আর সেই ক্ষতিপূরণ পেতেই এই কীর্তি করেছে ওই পরিবার। যার ফলে ১১ জনই ওই এলাকায় অ্যাপার্টমেন্ট পাওয়ার উপযোগী হয়ে ওঠেন। যদিও তাদের সেই কীর্তি শেষপর্যন্ত পানিতে পড়ে যায়।

পুলিশ সূত্রে খবর, এই কীর্তির সূত্রপাত করেন প্যান নামে এক ব্যক্তি। ২০১১ সালে বিবাহ–বিচ্ছেদ হওয়া সত্ত্বেও বাড়ির লোভে সম্প্রতি দ্বিতীয়বার নিজের পুরনো স্ত্রী শি–কে বিয়ে করেন তিনি। কারণ শি ওই গ্রামের বাসিন্দা ছিলেন। এরপর প্যানও ওই গ্রামের বাসিন্দা হয়ে ওঠেন। এরপর ছ’‌দিনের মাথায় ফের বিবাহ–বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। এখানেই শেষ নয়, এরপর শালী এবং বোনকেও বিয়ে করেন প্যান। একই ভাবে তাঁদের ভাই বোনেরাও এই একই কীর্তি ঘটান। শেষ দেখা যায়, সব মিলিয়ে মোট ২৩টি বিয়ে এবং ২৩ বার বিবাহ–বিচ্ছেদ হয়। ‌‌


আরো সংবাদ



premium cement