২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চীন-মার্কিন পাল্টাপাল্টি শুল্কারোপ কার্যকর

- সংগৃহীত

দীর্ঘ দিন ধরে চলমান চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে ক্ষমতাধর এই দেশ দু’টির মধ্যে আমদানিকৃত সব পণ্যে পাল্টাপাল্টি শুল্কারোপের সিদ্ধান্ত রোববার ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন এই সিদ্ধান্তে এরই মধ্যে আবার বাণিজ্য যুদ্ধ শুরু হল।

এখন থেকে এশিয়ার পরাশক্তি চীনের প্রায় সাড়ে ১২ কোটি ডলারের পণ্যে মোট ১৫ শতাংশ হারে শুল্ক কার্যকর করবে যুক্তরাষ্ট্র। যার মধ্যে বেশির ভাগই স্মার্ট স্পিকার, ব্লুটুথ, হেডফোনসহ বিভিন্ন ধরনের ফুটওয়্যার ও ইলেকট্রনিক পণ্য। তাছাড়া বাকি পণ্যগুলোর ওপর আরোপিত শুল্ক কার্যকর হবে আগামী ডিসেম্বর মাস থেকে।

যদিও পাল্টা জবাব হিসেবে, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি খাতে চীন প্রশাসনের আরোপিত ৫ শতাংশ শুল্ক আজ থেকেই বাস্তবায়িত হচ্ছে। বেইজিং বলছে, যুক্তরাষ্ট্রের সাথে চলমান দ্বন্দ্বে সম্ভাব্য হুমকি মোকাবেলায় ইতোমধ্যে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে জিন-পিং প্রশাসন। তাছাড়া অর্থনৈতিক ধস ঠেকাতেও নেয়া হয়েছে নানামুখী উদ্যোগ।

এ দিকে মিনিস্ট্রি অব কমার্সের চাইনিজ অ্যাকাডেমি অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন মডার্ন সাপ্লাই চেন ইনস্টিটিউট পরিচালক লিন মেং বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কারোপের ফলে চীনা পণ্য সরবরাহ পদ্ধতিতে যে হুমকি দেখা দিয়েছে, এবার তা মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে বেইজিং।’

তিনি বলেন, ‘মূলত তারই অংশ হিসেবে বিভিন্ন পণ্য আমদানিতে বিকল্প উৎসের সন্ধান করছে বেইজিং। তাছাড়া মার্কিন পণ্যে আমাদের ৫ শতাংশ শুল্কারোপ তো আছেই। একই সাথে চীনা পণ্য রফতানিতে অন্যান্য দেশের সাথেও চুক্তি করা হচ্ছে।’

অন্য দিকে শুক্রবার (৩০ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘ক্ষমতাধর এই দেশ দু’টির মধ্যে চলমান বাণিজ্যিক পার্থক্য দূর করতে এই সেপ্টেম্বর মাসজুড়ে বেশ কয়েক দফায় আলোচনা হবে। যার ফলে উভয়পক্ষ শিগগিরই একটি সুনির্দিষ্ট লক্ষ্য পৌঁছাতে পারবে।


আরো সংবাদ



premium cement
দেশের মেরিন অ্যাকাডেমিগুলোকে আন্তর্জাতিক মানের করা হবে : নৌ-পরিবহন উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : অধ্যাপক মুজিবুর সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের নামে মামলা ইমরান খান ও বুশরার বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় স্থগিত এখন পর্যন্ত পুতিন-ট্রাম্প বৈঠকের আয়োজনের জন্য কোন বাস্তব তাগিদ নেই : ক্রেমলিনের মুখপাত্র চা উৎপাদনের লক্ষ্যমাত্রা গতবারের চেয়ে বেশি হবে : টি বোর্ড চেয়ারম্যান ইয়েমেনের হাউছিদের বিরুদ্ধে ‘শক্তি, প্রত্যয়’ নিয়ে কাজ করার প্রতিশ্রুতি নেতানিয়াহুর স্ত্রী-মেয়েসহ সোলায়মান জোয়ার্দারের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ নির্বাচনে জয়ী হওয়ার পেছনে মাস্কের নেপথ্য শক্তি হওয়াকে অস্বীকার ট্রাম্পের স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা ইসরাইলে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরাকি মিলিশিয়ারা

সকল