২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চীন-মার্কিন পাল্টাপাল্টি শুল্কারোপ কার্যকর

- সংগৃহীত

দীর্ঘ দিন ধরে চলমান চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে ক্ষমতাধর এই দেশ দু’টির মধ্যে আমদানিকৃত সব পণ্যে পাল্টাপাল্টি শুল্কারোপের সিদ্ধান্ত রোববার ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন এই সিদ্ধান্তে এরই মধ্যে আবার বাণিজ্য যুদ্ধ শুরু হল।

এখন থেকে এশিয়ার পরাশক্তি চীনের প্রায় সাড়ে ১২ কোটি ডলারের পণ্যে মোট ১৫ শতাংশ হারে শুল্ক কার্যকর করবে যুক্তরাষ্ট্র। যার মধ্যে বেশির ভাগই স্মার্ট স্পিকার, ব্লুটুথ, হেডফোনসহ বিভিন্ন ধরনের ফুটওয়্যার ও ইলেকট্রনিক পণ্য। তাছাড়া বাকি পণ্যগুলোর ওপর আরোপিত শুল্ক কার্যকর হবে আগামী ডিসেম্বর মাস থেকে।

যদিও পাল্টা জবাব হিসেবে, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি খাতে চীন প্রশাসনের আরোপিত ৫ শতাংশ শুল্ক আজ থেকেই বাস্তবায়িত হচ্ছে। বেইজিং বলছে, যুক্তরাষ্ট্রের সাথে চলমান দ্বন্দ্বে সম্ভাব্য হুমকি মোকাবেলায় ইতোমধ্যে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে জিন-পিং প্রশাসন। তাছাড়া অর্থনৈতিক ধস ঠেকাতেও নেয়া হয়েছে নানামুখী উদ্যোগ।

এ দিকে মিনিস্ট্রি অব কমার্সের চাইনিজ অ্যাকাডেমি অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন মডার্ন সাপ্লাই চেন ইনস্টিটিউট পরিচালক লিন মেং বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কারোপের ফলে চীনা পণ্য সরবরাহ পদ্ধতিতে যে হুমকি দেখা দিয়েছে, এবার তা মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে বেইজিং।’

তিনি বলেন, ‘মূলত তারই অংশ হিসেবে বিভিন্ন পণ্য আমদানিতে বিকল্প উৎসের সন্ধান করছে বেইজিং। তাছাড়া মার্কিন পণ্যে আমাদের ৫ শতাংশ শুল্কারোপ তো আছেই। একই সাথে চীনা পণ্য রফতানিতে অন্যান্য দেশের সাথেও চুক্তি করা হচ্ছে।’

অন্য দিকে শুক্রবার (৩০ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘ক্ষমতাধর এই দেশ দু’টির মধ্যে চলমান বাণিজ্যিক পার্থক্য দূর করতে এই সেপ্টেম্বর মাসজুড়ে বেশ কয়েক দফায় আলোচনা হবে। যার ফলে উভয়পক্ষ শিগগিরই একটি সুনির্দিষ্ট লক্ষ্য পৌঁছাতে পারবে।


আরো সংবাদ



premium cement
প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল

সকল