০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, empty
`

ইসরাইলিরা যুক্ত থাকে এমন কোনো আয়োজন আর করবে না মালয়েশিয়া

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ - ছবি : আল জাজিরা

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ ঘোষণা করেছেন, ইসরাইলের কেউ যুক্ত থাকে এমন কোনো অনুষ্ঠানের আয়োজন আর তারা করবে না।

বুধবার তিনি আরো বলেন, প্যারা সুইমিংয়ে অংশ নিতে যাওয়া ইসরাইলি অ্যাথলেটদের উপর যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা বলবৎই থাকবে।

আগামী জুলাইয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে যাওয়া ইভেন্টটি ২০২০ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য প্যারা অলিম্পিকের কোয়ালিফাইং পর্ব।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মন্ত্রিসভা গত সপ্তাহে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, খেলা বা অন্য যে কোনো অনুষ্ঠানে যোগ দিতে কোনো ইসরাইলি মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, সাইফুদ্দিন আবদুল্লাহ আরো বলেছেন, ইসরাইলের ব্যাপারে তাদের সরকারের অবস্থানের কারণে আর কোনো ইভেন্টের আয়োজন করবে না যেখানে কোনো ইসরাইলি যুক্ত থাকে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ফিলিস্তিন আন্দোলনের এক শক্ত সমর্থক। তাদের সাথে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

অস্ট্রেলিয়া পূর্ব জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলে গত মাসে মালয়েশিয়া সরকার এর তীব্র নিন্দা জানায়।

মালয়েশিয়া ইসরাইল-ফিলিস্তিনের দু’দেশভিত্তিক সমাধানকে সমর্থন করে।


আরো সংবাদ



premium cement