আজকের কম্পিউটার

স্টেট অব দ্য ম্যাপ এশিয়া সম্মেলন

ঢাকায় আয়োজন করা হচ্ছে ম্যাপভিত্তিক প্রযুক্তিনির্ভর সম্মেলন ‘স্টেট অব দ্য ম্যাপ এশিয়া’। কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে (কেআইবি) আগামী শুক্র ও শনিবার সম্মেলনটি আয়োজন করা হবে। ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্রসহ প্রায় ১৫টি দেশের প্রতিনিধিরা এতে যোগ দেবেন। ফেসবুক, অ্যাপল, ম্যাপবক্স, গ্লোবাল লজিক, ম্যাপিলারিসহ এই খাতের সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি দেশীয় সরকারি ও বেসরকারি সংস্থা এতে অংশ নেবে। সম্মেলনটির আয়োজন করছে ‘ওপেন স্ট্রিট ম্যাপ বাংলাদেশ ফাউন্ডেশন’। বিনামূল্যে ডিজিটাল ম্যাপ ব্যবহারের সুবিধা প্রদানকারী প্লাটফর্ম ওপেন স্ট্রিট ম্যাপের একটি বার্ষিক আঞ্চলিক সম্মেলন হলো ‘স্টেট অফ দ্য ম্যাপ এশিয়া’। দুই দিনব্যাপী এ আয়োজনে জিআইএস ও মুক্ত সোর্স প্রযুক্তিখাতের নানা নতুন বিষয়বস্তু নিয়ে একক উপস্থাপনা, প্যানেল আলোচনা, ওয়ার্কশপসহ প্রায় চল্লিশটিরও বেশি সেশন হবে। আগ্রহীরা https://stateofthemap.asia এই ঠিকানায় গিয়ে নিবন্ধনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।

আরো সংবাদ