জাতিসঙ্ঘের সাবেক মহাসচিব পেরেজ ডি কুয়েইয়ার মারা গেছেন
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ মার্চ ২০২০, ১৩:৩৪
জাতিসঙ্ঘের সাবেক মহাসচিব হাভিয়ার পেরেজ ডি কুয়েইয়ার তার দেশ পেরুতে বুধবার মারা গেছেন। তার ছেলে একথা জানান। ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধ এবং এল সালভেদরে গৃহযুদ্ধ চলাকালে তিনি এ বিশ্ব সংস্থার নেতৃত্ব দেন। খবর এএফপি’র।
ফ্রান্সিসকো পেরেজ ডি কুয়েইয়ার আরপিপি রেডিওকে বলেন, ‘এক সপ্তাহের জটিলতার পর আমার বাবা মারা গেছেন। তিনি আজ রাত ৮টা ৯মিনিটে (গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার ০১০৯টা) চিরনিদ্রায় শায়িত হন।’
পেরুর এ কূটনীতিক ১৯৮১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাতিসঙ্ঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জাতিসঙ্ঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গত ১৯ জানুয়ারি কুয়েইয়ারের শততম জন্মদিনে শুভ কামনা জানান।
গুতেরেস টুইটারে লিখেন, ‘জাতিসংঘের মহাসচিব হিসেবে তার অনেক অবদান ও অর্জনের জন্য এই শুভ জন্মদিনে আমরা অনেক উদ্দীপ্ত এবং তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
তার ছেলে জানান, শুক্রবার অন্ত্যেষ্টিক্রিয়ার আগে পেরেজ ডি কুয়েইয়ারের লাশ পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাখা হবে। সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা