২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

সুয়েজ খালের নিরাপত্তায় নতুন সামরিক ঘাঁটি বানাবে মিসর

সুয়েজ খাল - সংগৃহীত

সুয়েজ খালের নিরাপত্তার জন্য মিসরের পূর্ব সীমান্তে একটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করা হবে বলে জানিয়েছে মিসরের মন্ত্রিসভা। দেশটির স্থানীয় সরকারি কর্মকর্তা দ্য নিউ খালিজকে জানিয়েছেন, নতুন ঘাঁটিটি ইসমাইলিয়া প্রশাসনিক অঞ্চলের অধীনে আবু সুলতানে অবস্থিত। এটি ১ লাখ ৬০ হাজার একর জায়গার উপরে নির্মিত হবে।

তবে সূত্র সামরিক ঘাঁটি উদ্বোধনের তারিখ বা নির্মাণ ব্যয়ের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য সরবরাহ করেনি। সূত্র জানিয়েছে, ‘নতুন ঘাঁটিটি সুয়েজ খালে জাহাজ চলাচল, টানেল ও এর অর্থনৈতিক অঞ্চলকে নিরাপদ করবে।’ মিসরের আরো দু’টি সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে রয়েছে দেশের উত্তর-পশ্চিম সীমান্তে মোহাম্মদ নাজিবব এবং দক্ষিণে বার্নিস। গত মাসে এয়ারবেস ও একটি সামরিক হাসপাতালসহ লোহিত সাগরের উপকূলে নির্মিত নৌঘাঁটি বার্নিসে উদ্বোধন করা হয়েছিল। মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি এবং আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মাসগুলোতে এসডিআরবিয়া জানিয়েছিল, মিসরের সরকার লোহিত সাগর ও ভূমধ্যসাগরে সবচেয়ে উপযোগী ও কৌশলগত জায়গায় তিনটি নতুন নৌঘাঁটি তৈরি করছে। মিসর বেশ কয়েক বছর ধরে উত্তর সিনাইয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আসছে। এই হামলায় নিরাপত্তা বাহিনীর শত শত সেনা নিহত হয়েছে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে নীল নদের তীরে বদ্বীপের কিছু অংশ এবং দেশের পশ্চিমা মরুভূমির উত্তর ও মধ্য সিনাই অঞ্চলগুলোতে সন্ত্রাসীদের দমন করতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে সন্ত্রাসবাদ বিরোধী বড় ধরনের অভিযান শুরু করে দেশটির সরকার। সূত্র : মিডল ইস্ট মনিটর।


আরো সংবাদ



premium cement
পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মধ্যরাতে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণালঙ্কার ছিনতাই পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ

সকল