২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তিউনিশিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, ৮০ জনের প্রাণহানির শঙ্কা

তিউনিশিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, ৮০ জনের প্রাণহানির শঙ্কা - ছবি : সংগৃহীত

লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে গেছে। এতে করে ৮০ জনের মতো অভিবাসী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাণহানির শিকারদের বেশির ভাগ আফ্রিকান নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে।
জাতিসঙ্ঘ উদ্বাস্তু সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ৮০ জনের বেশি মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিউনিসিয়ার জেলেরা চারজনকে উদ্ধার করেছে। তাদের একজন পরে হাসপাতালে মারা যায়।
এই চারজনের একজন তিউনিসিয়ার উপকূলীয় রক্ষীদের বৃহস্পতিবার জানান, যে নৌকাটি জারজিগ বন্দরের কাছে ডুবে গেছে।

এ ঘটনায় উদ্ধার হওয়া মালির তিনজন নাগরিক জানান, তারা লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন।

আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীরা প্রধান পথ হিসেবে লিবিয়াকেই ব্যবহার করে।

বিবিসি বলছে, হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী লিবিয়ার বিভিন্ন বন্দী শিবিরে রয়েছে। বুধবার এমন একটি শিবিরে বিমান হামলায় অন্তত ৫২ জন নিহত হয়। গত মে মাসে লিবিয়া থেকে ইউরোপগামী একটি নৌকা ডুবে ৬৫ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়।


আরো সংবাদ



premium cement